কষ্ট করে জানানো টাকা সুরক্ষিতভাবে সঞ্চয় করতে অনেকেই বর্তমানে পোস্ট অফিসকে ভরসা করেন। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত পোস্ট অফিসে টাকা জমালে কোনও ঝুঁকি থাকবে না। উপরন্তু পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে টাকা রাখলে দেখতে দেখতে আপনার টাকা বাড়বে। আজ আপনাদের শোনাবো পোস্ট অফিসের এমন একটি স্কিমের কথা যেখানে টাকা রাখলে আপনি তিন গুণ ফেরত পাবেন।
পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম
এটি একটি এমন সেভিংস প্ল্যান যেখানে আপনি নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখলে মেয়াদ শেষে মোটা টাকা ফেরত পাবেন। এই ফিক্সড ডিপোজিট স্কিমে ১ থেকে ৫ বছরের জন্য টাকা জমানো যায়। এই প্রকল্পে টাকা রাখলে আপনি বেশ মোটা টাকার সুদ পাবেন।
সুদের হার কত?
পোস্ট অফিসে পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাবেন। অর্থাৎ যদি আপনি ২ লক্ষ টাকা রাখেন ৫ বছরের জন্য, তাহলে ৫ বছর পর আপনি মোট ২ লক্ষ ৮৯ হাজার ৯৯০ টাকা ফেরত পাবেন। এক্ষেত্রে আপনার লাভ থাকবে ৮৯,৯৯০ টাকা।
এবার যদি কোনও ব্যক্তি ৫ বছর পর আবার এই প্রকল্প রিনিউ করেন তাহলে ৫ বছর পর তিনি পাবেন ৪ লক্ষ ২০ হাজার ৪৭০ টাকা। আরও ৫ বছরের জন্য বিনিয়োগ করলে তার হাতে আসবে ৬ লক্ষ ৯ হাজার ৩৭০ টাকা। অর্থাৎ একটানা ১৫ বছর বিনিয়োগ করলে আপনি আপনার প্রথম বিনিয়োগের ৩ গুণ টাকা ফেরত পাবেন।
আরও পড়ুন : বদলে গেল কন্যাশ্রীর টাকা পাওয়ার নিয়ম, কন্যাশ্রীর টাকা পেতে এখন কি করতে হবে?
আরও পড়ুন : সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা যায়? না জানলেই হবে জরিমানা
কারা এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন?
পোস্ট অফিসের এই ফিক্সড ডিপোজিট প্রকল্পে বিনিয়োগ করতে চাইলে অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে। নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু হবে। বিনিয়োগকারী চাইলে ১,২,৩,৪ কিংবা ৫ বছরের জন্য বিনিয়োগের মেয়াদ নির্ধারণ করতে পারবেন। তবে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চাইলে তাতে আয়কর আইনের ৮০সি অনুসারে কর ছাড় পাওয়া যায়। মনে রাখবেন, শেয়ার বাজার কিংবা অন্য যে কোনও জায়গায় টাকা বিনিয়োগ করার থেকে পোস্ট অফিসের এই সরকারি স্কিমে টাকা রাখা অনেক বেশি নিরাপদ এবং ঝুঁকিবিহীন। যেখানে আপনি আপনার টাকা গ্যারান্টি সহকারে ফেরত পাবেন।