তাপপ্রবাহ থেকে মিলবে মুক্তি! তেড়েফুঁড়ে বৃষ্টি নামবে এই ৫ জেলায়

মে মাসের শুরু থেকেই অস্বস্তিকর গরম পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের বাসিন্দারা এখন রোজদিনই বৃষ্টির অপেক্ষা করছেন। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুসারে আগামী দুদিনে তাপমাত্রা বাড়বে বই কমবে না। তারপরে ৪ দিনেও তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবুও এর মাঝেও খুশির খবর রয়েছে ৫ জেলার জন্য। কিছু জেলায় বৃষ্টি নামবে ও সেইসঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে। এক নজরে জেনে নিন আজকের আবহাওয়ার পরিস্থিতি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

শনিবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে চরম তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের জেলাগুলোতে তীব্র তাপপ্রবাহ চলবে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, পূর্ব বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হুগলিতেও অস্বস্তিকর গরম থাকবে। কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

Weather

উত্তরবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে গরমের পরিস্থিতি থাকলেও স্বস্তির খবর রয়েছে উত্তরবঙ্গের মানুষদের জন্য। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের বাকি তিন জেলা যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

রবিবারেও দক্ষিণবঙ্গের কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে অবশ্য পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন : ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল মে মাসে ব্যাঙ্ক হলিডে লিস্ট

Weather

আরও পড়ুন : নিমেষে পৌঁছে যাবেন উত্তরবঙ্গ! চালু হচ্ছে নতুন ট্রেন

রবিবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে।