ভবিষ্যতের কথা ভেবে সকলেই সঞ্চয় করেন। টাকা রাখেন বিভিন্ন ফান্ডে। বহু মানুষেরই সেভিংস একাউন্টে টাকা থাকে। তবে জানেন কি সেভিংস একাউন্টে ঠিক কত টাকা রাখা যায়? সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখারও একটা নির্দিষ্ট সীমা রয়েছে। যে সীমা অতিক্রম করে গেলে দিতে হবে আয় কর। আর যদি আপনি না জেনেই দিনের পর দিন সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে থাকেন সেক্ষেত্রে একবার আয়কর দপ্তরের নজর আপনার উপর পড়লে দিতে হবে মোটা টাকার জরিমানা।
সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা যায়?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ম অনুসারে, একজন মানুষ সেভিংস অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখতেই পারেন। তবে একটা নির্দিষ্ট সীমা পেরিয়ে গেলে তাকে কর দিতে হবে। আর সেই সীমা হল ১০ লক্ষ টাকা। অর্থাৎ ১০ লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখেন, সে ক্ষেত্রে আপনাকে কোনও আয়কর দিতে হবে না। টাকার পরিমাণ ১০ লক্ষ ছাড়ালেই তিনি আয়করের আওতায় পড়ে যাবেন।
কী করা উচিত?
যদি কোনও ব্যক্তির সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকার বেশি থাকে সেক্ষেত্রে সেই টাকা তার কাছে কোথা থেকে এসেছে সেই সঠিক উৎস ব্যাখ্যা করতে হবে। যদি টাকার উৎস ব্যক্তির বার্ষিক আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, সে ক্ষেত্রে তাকে যথেষ্ট প্রমাণ দিতে হবে যে এই টাকা তিনি বৈধ উপায়ে পেয়েছেন। প্রমাণ দিতে না পারলে আয়কর দপ্তর তদন্ত করবে।
জরিমানা কত হতে পারে?
যদি একবার আপনার অ্যাকাউন্ট আয়কর দপ্তরের নজরে পড়ে এবং তারা তাতে কিছু অসামঞ্জস্য দেখেন, তাহলে তারা তদন্ত করবেন। যদি টাকার হিসেব না মেলে, সেক্ষেত্রে যতটা টাকা রয়েছে তার ৬০ শতাংশ পর্যন্ত কর বাবদ দিতে হতে পারে।
আরও পড়ুন : ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! রইল মে মাসে ব্যাঙ্ক হলিডে লিস্ট
আরও পড়ুন : বদলে গেল পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার নিয়ম, আর দাঁড়াতে হবে না লাইনে
কী করা উচিত?
- ব্যাঙ্কে ৫০ হাজার টাকা পর্যন্ত নগদ জমা করার ক্ষেত্রে প্যান কার্ড দেখাতে লাগে না। এর বেশি জমা করতে গেলে প্যান কার্ড দেখাতে হয়।
- কোনও দামী ইলেকট্রনিক গেজেট যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ক্যামেরা কিনলে তার রশিদ নিজের কাছে রাখুন।
- আরবিআই এর নির্দেশিকা অনুসারে সেভিংস ব্যাঙ্ক একাউন্টে টাকা রাখা অবৈধ নয়। তবে সেই টাকার উৎস প্রমাণে বৈধ প্রমাণপত্র ব্যক্তির কাছে থাকতে হবে।