চাইলেই আর পাওয়া যাবে না মোবাইলের সিম! কঠিন নিয়ম আনল টেলিকম মন্ত্রক

এবার থেকে আর চাইলেই যে কেউ ঘরে বসে মোবাইল সিম কার্ড পাবেন না। এতদিন বেসরকারি টেলিকম সংস্থা এয়ারটেল তাদের গ্রাহকদের ঘরে বসে সিম কার্ড ডেলিভারির সুযোগ দিচ্ছিল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সিম কার্ড ডেলিভারি করে দিত এয়ারটেল। এর ফলে ঘরে বসেই কয়েক মিনিটের মধ্যে এয়ারটেলের নতুন সিম কার্ড নিয়ে ফেলছিলেন সকলে। কিন্তু এবার থেকে আর এয়ারটেলের সিম কার্ড নেওয়ার এই সহজ পদ্ধতি থাকছে না। বদলে যাবে নিয়ম।

বদলে যাচ্ছে এয়ারটেলের সিম কার্ড তোলার নিয়ম

এতদিন এয়ারটেল নতুন সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে কেবল সেলফ কেওয়াইসির উপর জোর দিচ্ছিল। এয়ারটেল থ্যাংকস অ্যাপের মাধ্যমে সেলফ কেওয়াইসি দিয়ে কোনও স্টোরে না গিয়ে বাড়িতে বসেই সিম কার্ড নেওয়া যাচ্ছিল। এর জন্য বায়োমেট্রিক যাচাই করার কোনও প্রয়োজন এতদিন ছিল না। গ্রসারি ডেলিভারি সংস্থা ব্লিংক ইটের সঙ্গে হাত মিলিয়ে নতুন সিম গ্রাহকের বাড়িতে পৌঁছেও দেওয়া হচ্ছিল। টেলিকম সংস্থা সম্প্রতি এই সিস্টেম বাতিল করেছে।

New SIM Card Rules

সিম কার্ড নেওয়ার নতুন নিয়ম

কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক জানিয়েছে আধার ভিত্তিক কেওয়াইসি ছাড়া নতুন সিম কার্ড আর দেওয়া হবে না। সেলফ কেওয়াইসির আর কোনও জায়গা থাকছে না। নতুন সিম কার্ড নিতে গেলে এবার আর বাড়িতে বসে আবেদন করলে হবে না। আধার ভিত্তিক কেওয়াইসি করাতেই হবে। তবেই মিলবে নতুন সিম কার্ড।

আরও পড়ুন : দিনে দিনে বাড়ছে জালিয়াতি! আধার কার্ড, প্যান কার্ড সুরক্ষিত রাখবেন কীভাবে?

New SIM Card Rules

আরও পড়ুন : প্যান, আধার, রেশন কার্ড নয়! এবার ভারতের নাগরিকত্ব প্রমাণে লাগবে অন্য নথি

কেন এমন সিদ্ধান্ত?

ভারতের টেলিকম মন্ত্রক সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে আধার ভিত্তিক বায়োমেট্রিক যাচাই করণ প্রক্রিয়া আগেই শুরু করেছিল। আসলে সেলফ কেওয়াইসি সিস্টেম ব্যবহার করে সিম কার্ড নিয়ে জালিয়াতি, অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছিল। এই প্রবণতা আটকাতেই আধার ভিত্তিক বায়োমেট্রিক ভেরিফিকেশনের উপর জোর দেওয়া হয়েছে। যাতে সাইবার অপরাধ কমানো যেতে পারে।