আধার কার্ড, প্যান কার্ড, বর্তমানে প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। পরিচয় পত্র হিসেবে ব্যবহারের পাশাপাশি অফিশিয়াল যে কোনও কাজে লাগে এই দুটি কার্ড। আধার কার্ড এবং প্যান কার্ডের ব্যবহার যেমন দেদারে চলছে, তেমনই এই দুটি নথি নিয়ে জালিয়াতিও হচ্ছে প্রচুর। জাল আধার কার্ড, প্যান কার্ড বানানো এখন জলভাত। আবার বিভিন্নভাবে আধার কার্ড এবং প্যান কার্ডকে কাজে লাগিয়ে সাইবার জালিয়াতিও হচ্ছে। এর থেকে বাঁচবেন কীভাবে?
আধার কার্ড এবং প্যান কার্ড থেকে কীভাবে জালিয়াতি হয়?
বর্তমানে বিভিন্ন সরকারি কিংবা বেসরকারি জায়গাতে আধার কার্ড এবং প্যান কার্ডের জেরক্স কপি জমা দিতে হয়। এই নথিতে আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর থাকে। সাইবার অপরাধীরা চাইলে এই নম্বর ব্যবহার করতে পারে বিভিন্ন খারাপ কাজে। এই জালিয়াতি আটকাতে আপনি খুব সহজ কিছু উপায় নিতে পারেন।
আধার কার্ড নিয়ে জালিয়াতি কীভাবে আটকাবেন?
- মাস্কড আধার কার্ড ব্যবহার করুন। যেখানে আধার কার্ডের প্রথম ৮টি অক্ষর হাইড করা থাকবে।
- আধার অ্যাপে গিয়ে বা UIDAI ওয়েবসাইট থেকে আপনার কার্ডটিকে লক করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনার কাছ থেকে ওটিপি না পেলে কেউ আপনার আধারের ডিটেলস ব্যবহার করতে পারবে না।
আধার কার্ড লক করবেন কীভাবে?
- mAadhaar অ্যাপ ব্যবহার করতে পারেন।
- https://resident.uidai.gov.in/aadhaar-lockunlock ওয়েবসাইটে গিয়েও আধার কার্ড লক কিংবা আনলক করতে পারেন। তবে মনে রাখবেন লক কিংবা আনলক করার সময় ভার্চুয়াল আইডি আপনার কাছে থাকতেই হবে। যে ভার্চুয়াল আইডি দিয়ে লক করছেন, সেটা মনে রাখবেন। সেই আইডি দিয়েই পরে আধার কার্ড আনলক হবে।
বায়োমেট্রিক লক করে রাখুন এইভাবে
এছাড়া আপনি অ্যাপের মাধ্যমে কিংবা UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার বায়োমেট্রিক লক কিংবা আনলক করতে পারেন। যাতে আধারের সঙ্গে থাকা আপনার চোখের আইরিস এবং ফিঙ্গারপ্রিন্টের স্ক্যান করে কেউ না কিছু করতে পারে। অ্যাপ এবং ওয়েবসাইট দুই জায়গা থেকেই বায়োমেট্রিক লকের অপশন পাবেন।
- mAadhaar অ্যাপ খুলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজের প্রোফাইলে ক্লিক করুন।
- উপরের ডান দিকে মেনু অপশনে গিয়ে বায়োমেট্রিক সেটিংস ক্লিক করুন।
- বায়োমেট্রিক লক অপশনে টিক দিয়ে একটি পপ আপ দেখতে পাবেন। ওকে বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং এই ওটিপি এন্টার করলেই আপনার আধার লক হয়ে যাবে।
আরও পড়ুন : এগিয়ে আসছে শেষ দিন! বিনামূল্যে আধার কার্ডের ঠিকানা বদলান এইভাবে
বায়োমেট্রিক আনলক করুন এইভাবে
আনলক করার সময় একইভাবে বায়োমেট্রিক সেটিংস অপশনে ক্লিক করলে আপনাকে দেখানো হবে আপনার বায়োমেট্রিক সাময়িকভাবে আনলক করা হচ্ছে। ইয়েস অপশনে ক্লিক করলে ১০ মিনিটের জন্য আপনি বায়োমেট্রিক টেম্পোরারি আনলক করতে পারবেন। আবার আপনি চাইলে পারবেন পার্মানেন্ট আনলকও করতে পারেন।
আরও পড়ুন : প্যান, আধার, রেশন কার্ড নয়! এবার ভারতের নাগরিকত্ব প্রমাণে লাগবে অন্য নথি
প্যান কার্ড নিয়ে জালিয়াতি কীভাবে আটকাবেন?
কেউ আপনার অজান্তে আপনার প্যান কার্ড ব্যবহার করছে কিনা জানতে পারবেন cibil.com ওয়েবসাইটে গিয়ে। আধারের মত আপনি প্যান কার্ডও মাস্কড ব্যবহার করতে পারেন।