২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কবে? প্রকাশ্যে এল আগামী বছরের রুটিন

২০২৫ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে সদ্য। এখন থেকেই ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের মাধ্যমিকের পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে। পরীক্ষা কোন মাসের কত তারিখ থেকে শুরু হবে? কবে শেষ হবে? প্রত্যেকটি পরীক্ষা কতক্ষণ চলবে ইত্যাদি সব তথ্য জানবেন এই প্রতিবেদনে।

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু?

ফেব্রুয়ারি মাসেই শুরু হয়ে যাবে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের ২ তারিখ প্রথম পরীক্ষা হবে। প্রত্যেকদিন একটি বিষয়ের উপরে পরীক্ষা হবে। ছাত্র-ছাত্রীরা প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট অতিরিক্ত সময় পাবেন। পরীক্ষা শেষ হবে ১২ ই ফেব্রুয়ারি। অর্থাৎ ১০ দিনের মধ্যেই সম্পূর্ণ পরীক্ষা পদ্ধতি শেষ হয়ে যাবে। এবার দেখে নিন ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি।

Madhyamik 2026

মাধ্যমিক পরীক্ষার সময়সূচি

প্রত্যেকটি বিষয়ের পরীক্ষা ১১টা থেকে ২টো পর্যন্ত ৩ ঘন্টা চলবে। তবে ছাত্র-ছাত্রীরা প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় অতিরিক্ত পাবেন। ১০:৪৫ মিনিটে পরীক্ষার হলে তাদের হাতে প্রশ্নপত্র পৌঁছে যাবে।

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন

  • ২রা ফেব্রুয়ারি, সোমবার : এদিন প্রথম ভাষার পরীক্ষা হবে। বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওড়িয়া, গুরুমুখী বা পাঞ্জাবি, তেলেগু, তামিল, উর্দু এবং সাঁওতালি ভাষার পরীক্ষা হবে প্রথম দিনে।
  • ৩রা ফেব্রুয়ারি, মঙ্গলবার : দ্বিতীয় ভাষার পরীক্ষা হবে। ইংরেজি, বাংলা অথবা নেপালি, যার যেটা দ্বিতীয় ভাষা, তিনি সেই বিষয়ের উপর পরীক্ষা দেবেন।
  • ৬ই ফেব্রুয়ারি, শুক্রবার : ইতিহাস।
  • ৭ই ফেব্রুয়ারি, শনিবার : ভূগোল।
  • ৯ই ফেব্রুয়ারি, সোমবার : অংক।
  • ১০ই ফেব্রুয়ারি, মঙ্গলবার : ভৌতবিজ্ঞান।
  • ১১ ই ফেব্রুয়ারি, বুধবার : জীবন বিজ্ঞান।
  • ১২ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার : ঐচ্ছিক বিষয়।

Madhyamik 2026

আরও পড়ুন : নিজের মাধ্যমিকের খাতা দেখতে চান? আবেদন করুন এইভাবে 

কিছু বিষয়ের জন্য বিশেষ নির্দেশিকা

  • সেলাই এবং সূচিশিল্প : ৪ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে পরীক্ষা হবে।
  • সংগীত : কন্ঠ সঙ্গীত এবং যন্ত্রসংগীতের পরীক্ষার সময়কাল ২ ঘণ্টা ১৫ মিনিট। শুধুমাত্র কলকাতাতেই এই পরীক্ষা হবে। পরীক্ষার দিন, সময় এবং স্থান পরে জানানো হবে।
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন : এই বিষয়ের পরীক্ষা নিজের বিদ্যালয়ে দেবেন পরীক্ষার্থীরা। পরীক্ষা চলবে ২ ঘণ্টা ৪৫ মিনিট ধরে।
  • বৃত্তিমূলক বিষয় : পরীক্ষা সেক্টর স্কিল কাউন্সিল বা নিজের নিজের বিদ্যালয়ে এই বিষয়ে পরীক্ষা হবে। ১ ঘন্টা ৪৫ মিনিটের পরীক্ষা।