প্যান, আধার, রেশন কার্ড নয়! এবার ভারতের নাগরিকত্ব প্রমাণে লাগবে অন্য নথি

আপনি কী ভারতের নাগরিক? ভারতের নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত প্রমাণপত্র আপনার কাছে রয়েছে তো? কারণ ভারতীয় নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে সম্প্রতি এক বিরাট পরিবর্তন এসেছে। এখন থেকে আর আধার কার্ড, প্যান কার্ড কিংবা রেশন কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে না। তার বদলে এসেছে নতুন সরকারি নির্দেশিকা। তাতে পরিষ্কার উল্লেখ রয়েছে কোন কোন নথির উপর ভিত্তি করে কোনও ব্যক্তিকে ভারতের নাগরিক বলা যেতে পারে। বিষয়টা এখনও না জেনে থাকলে জেনে নিন এখনই।

২০২৫ সালের নাগরিকত্ব প্রমাণের নতুন নিয়ম

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই মর্মে এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা এসেছে। করা হয়েছে আধার কার্ড, রেশন কার্ড এবং প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা যাবে না। কারণ এগুলো ব্যক্তির পরিচয়ের প্রমাণপত্র হতে পারে। কিন্তু তিনি ভারতীয় নাগরিক কিনা সেটা প্রমাণ করে না। তাহলে ভারতীয় নাগরিকদের কাছে কোন কোন নথি থাকতে হবে? সেই মর্মেও এসেছে নির্দেশিকা।

Indian Citizenship Proof 2025

নাগরিকত্ব প্রমাণে কোন কোন নথি লাগবে?

স্বরাষ্ট্র মন্ত্রক এবং অন্যান্য কর্তৃপক্ষ দিল্লী পুলিশ এবং সরকারি দপ্তরগুলোকে আধার কার্ড, প্যান কার্ড এবং রেশন কার্ড নিয়ে স্পষ্ট নির্দেশ পাঠিয়েছে। তাতে উল্লেখ রয়েছে, এই নথিগুলোকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে দেখা যাবে না আর। এর বদলে যে নথিগুলো প্রত্যেক ভারতীয় নাগরিকের কাছে থাকা উচিত সেগুলো হল,

  • সেই ব্যক্তির জন্ম ভারতীয় ভূখণ্ডে হতে হবে।
  • সেই ব্যক্তির পিতা-মাতাকে ভারতীয় হতে হবে।
  • ভারতীয় সংবিধানে উল্লেখিত আইন অনুসারে স্বাভাবিকভাবেই তাকে নাগরিকত্ব পেতে হবে।
  • নাগরিকত্ব আইনের অধীনে নাগরিক হিসেবে তার রেজিস্ট্রেশন থাকতে হবে।

Indian Citizenship

ভারতীয় নাগরিকদের নাগরিকত্ব প্রমাণের নথি কোনগুলো?

  • ১. ভোটার আইডি কার্ড,
  • ২. পাসপোর্ট,
  • ৩. জন্ম সার্টিফিকেট,
  • ৪. বাসস্থানের সার্টিফিকেট,

এই নথিগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্ব পাবে ভোটার আইডি কার্ড এবং পাসপোর্ট।

আরও পড়ুন : সাইরেন, ব্ল্যাকআউটে কী কী করবেন না? জেনে রাখুন যুদ্ধে বাঁচার কৌশল

নতুন নিয়মে কারা সবথেকে বেশি প্রভাবিত হবেন?

  1. সরকারি চাকরি বা সুবিধার জন্য যারা আবেদন করছেন
  2. পাসপোর্ট, অস্ত্রের লাইসেন্স বা ভাড়াটে যাচাই ইত্যাদির জন্য যারা পুলিশ ভেরিফিকেশনের আওতায় আছেন
  3. আন্তর্জাতিক স্কলারশিপ বা বিদেশে পড়াশোনা করছেন যেসব ছাত্র-ছাত্রীরা
  4. এনআরআই এবং ওসিআই এর জন্য আবেদনকারী যাদেরকে নিজেদের ভারতীয় বংশোদ্ভুত প্রমাণ করতে হয়