আরও সহজ হল UPI লেনদেন! আগামী মাসেই চালু হবে নতুন নিয়ম

যতদিন যাচ্ছে ডিজিটাল দুনিয়াতে একের পর এক বিপ্লব ঘটছে এই দেশে। টাকার লেনদেন সহজ করে তুলতে কয়েক বছর আগেই ভারতজুড়ে চালু হয়েছিল UPI পরিষেবা। এখন আর পকেটে নগদ টাকা নিয়ে ঘুরতে হয় না। ফোন এবং UPI থাকলেই ব্যাস কেল্লাফতে। কিন্তু এবার এই ডিজিটাল লেনদেন হতে চলেছে আরও সহজ। আগামী জুন মাস থেকেই UPI লেনদেনে আসছে বিরাট পরিবর্তন। এতে কী কী সুবিধা হবে ব্যবহারকারীদের? কোন কোন ক্ষেত্রে আসছে পরিবর্তন? জেনে নিন।

UPI লেনদেন পদ্ধতিতে এবার আসছে বিরাট পরিবর্তন

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া ইউনিফাইড পেমেন্ট সিস্টেম তথা ইউপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহার নিয়ে সম্প্রতি দুটি সার্কুলার জারি করেছে। এবার ইউপিআই লেনদেনে সময় লাগবে আরো কম।

UPI Transaction

UPI লেনদেনের নতুন দুটি সার্কুলার জেনে রাখুন

প্রথম সার্কুলার, ৪ টি UPI-API -য়ের ফাংশনের সময় কমাবে। যার ফলে UPI লেনদেন হবে সহজে এবং আরও কম সময়ে। দ্বিতীয় সার্কুলার অনুসারে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম বদলাবে। এতে API এর অপব্যবহার আটকানো যাবে। ইতিমধ্যেই ব্যাঙ্ক এবং ব্যাঙ্কের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর কাছে এই নির্দেশিকা পৌছে গেছে। নতুন এই নির্দেশিকার ফলে বর্তমানে UPI লেনদেনের ক্ষেত্রে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো দূর করা সম্ভব হবে। পদ্ধতি যেমন দ্রুত হবে তেমন গ্রাহকেরা সুরক্ষাও পাবেন।

UPI Transaction

ফাংশনাল টাইম কী?

UPI লেনদেন শুরু হওয়ার সময় থেকে চূড়ান্ত নিষ্পত্তি বা লেনদেন শেষ নিশ্চিত হওয়া পর্যন্ত যে সময় লাগে তাকে বলে ফাংশনাল টাইম। নতুন এই সিস্টেমে ডেবিট এবং ক্রেডিট উভয় ক্ষেত্রে ফাংশনাল টাইম ৭৫ শতাংশ কমানো হবে। ২০২৫ সালের জুন মাস থেকে এই পদ্ধতি কার্যকর হবে। আপাতত ১৬ই জুন ডেডলাইন ধার্য করা হয়েছে। এখন যেখানে ৩০ সেকেন্ড সময় লাগে, ভবিষ্যতে নতুন পদ্ধতি চালু হলে ১০ সেকেন্ডের মধ্যেই UPI ট্রানজাকশন হয়ে যাবে।