ফের শতাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। হাওড়া লাইনে আবারও বেশ কিছুদিনের জন্য ট্রেন বাতিল হচ্ছে। এরমধ্যে ২০০ এর বেশি লোকাল ট্রেন এবং সেইসঙ্গে ২৭ টি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনও রয়েছে। দক্ষিণ-পূর্ব রেল এরই মধ্যে এই মর্মে একটি নোটিশ দিয়েছে। কবে কোথায় কোন লাইনে ট্রেন বাতিল থাকবে সেই লিস্টটাও এসেছে প্রকাশ্যে। তাই বাড়ি থেকে বেরোনোর আগেই একবার নজর বুলিয়ে নিন এই প্রতিবেদনে।
দক্ষিণ-পূর্ব রেলের কোন লাইনে ট্রেন বাতিল হবে?
সাঁতরাগাছি স্টেশন ইয়ার্ডে নতুন কাজ শুরু হচ্ছে। আর সেই কারণে বহু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সাঁতরাগাছি থেকে শালিমার লাইনে ১৯ দিনের জন্য প্রায় ২৫০ এর কাছাকাছি ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। এর ফলে চরম সমস্যায় পড়বেন যাত্রীরা। এছাড়া সাতরাগাছি, খড়গপুর রুটের একাধিক ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে।
কতদিন বাতিল থাকবে ট্রেন?
দক্ষিণ পূর্ব রেলের ঘোষণা অনুসারে আপাতত ১৯ দিন ট্রেন বাতিল থাকবে। আগামী ১৮ ই মে পর্যন্ত লোকাল ট্রেন এবং দূরপাল্লার ট্রেনগুলো বাতিল থাকবে। এর মধ্যে ২১২টি লোকাল ট্রেন রয়েছে। বাকি ২৭ টি দূরপাল্লার ট্রেন।কোন ট্রেন কবে বাতিল হয়েছে সেই লিস্ট রইল নিচে।
দূরপাল্লার কোন কোন ট্রেন কবে বাতিল থাকবে?
22804 Sambalpur-Shalimar Express – ২রা মে,
22803 Shalimar-Sambalpur Express – ৩রা মে,
18049 Shalimar-Badampahar Express – ৩ এবং ১৭ ই মে,
18050 Badampahar-Shalimar Express – ৪ এবং ১৮ই মে,
18051/18052 Badampahar-Rourkela-Badampahar Express – ৪ এবং ১৮ই মে,
12888 Puri-Shalimar Weekly Express – ৪ঠা মে,
12887 Shalimar-Puri Weekly Express – ৫ই মে,
12883/12884 Santragachi-Purulia-Howrah Rupashi Bangla Express – ৫, ১৭ ও ১৮ই মে।
08508 Visakhapatnam-Shalimar Special – ৬ই মে,
08507 Shalimar-Visakhapatnam Special – ৭ই মে,
22836 Puri-Shalimar Weekly Express – ৬ই মে,
22835 Shalimar-Puri Weekly Express – ৭ই মে,
20832 Sambalpur-Shalimar Mahima Gosain Express – ৬ই মে,
20831 Shalimar-Sambalpur Mahima Gosain Express – ৭ই মে,
12277/12278 Howrah-Puri-Howrah Shatabdi Express – ১১ই মে,
20971 Udaipur City-Shalimar Express – ১০ই মে,
20972 Shalimar-Udaipur City Express – ১১ই মে,
12949 Porbandar-Santragachi Kavi Guru Express – ৯ই মে,
12950 Santragachi-Porbandar Kavi Guru Express – ১১ই মে,
18033/18034 Howrah-Ghatsila-Howrah MEMU – ১১ই মে,
22897 Howrah-Digha Kandari Express – ১১ই মে,
12858 Digha-Howrah Tamralipta Express – ১১ই মে,
06081 Thiruvananthapuram North-Shalimar Special – ৯ই মে,
06082 Shalimar-Thiruvananthapuram North Special – ১২ই মে,
18011/18012 Howrah-Chakradharpur-Howrah Express – ১০ ও ১৭ই মে,
18013/18014 Howrah-Bokaro Steel City-Howrah Express – ১০ ও ১৭ই মে,
18615/18616 Howrah-Hatia-Howrah Kriya Yoga Express – ১১ ও ১৭ই মে,
12837/12838 Howrah-Puri-Howrah Express – ১১ ও ১৭ই মে,
18005/18006 Howrah-Jagdalpur-Howrah Express – ১০ই মে,
07221 Secunderabad-Santragachi Special – ১০ই মে,
07222 Santragachi-Secunderabad Special – ১১ই মে,
22862 Kantabanji-Howrah Ispat Express – ১৭ই মে,
22861 Howrah-Kantabanji Ispat Express – ১৮ই মে,
12833 Ahmedabad-Howrah Express – ১৬ই মে,
12834 Howrah-Ahmedabad Express – ১৭ই মে,
12840 MGR Chennai Central-Howrah Mail – ১৬ই মে,
12839 Howrah-MGR Chennai Central Mail – ১৭ই মে,
02847/02848 Santragachi-Digha-Santragachi Special – ১৭ই মে,
12822 Puri-Shalimar Dhauli Express – ১৭ই মে,
12821 Shalimar-Puri Dhauli Express – ১৮ই মে,
12885/12886 Shalimar-Bhojudih-Shalimar Aranyak Express – ১৭ই মে,
12021/12022 Howrah-Barbil-Howrah Jan Shatabdi Express – ১৭ ও ১৮ই মে,
22897/22898 Howrah-Digha-Howrah Kandari Express – ১৭ই মে,
12857/12858 Howrah-Digha-Howrah Tamralipta Express – ১৮ই মে,