বন্দে ভারত এক্সপ্রেসের পর এবার ভারতের বিভিন্ন প্রান্তে চালু হচ্ছে বন্দে ভারতের স্লিপার ট্রেন। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও এমনই একটি স্লিপার ট্রেন ছুটবে। এবার পশ্চিমবঙ্গবাসীর দূরপাল্লার যাত্রা হবে আরও আরামদায়ক। শুয়ে শুয়ে অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে যাবেন এই সেমি হাই স্পিড ট্রেনে। কবে কোন রুটে চালু হবে নতুন বন্দে ভারতের স্লিপার ট্রেন? ভাড়া কত? জানবেন এই প্রতিবেদনে।
কোন কোন রুটে চালু হচ্ছে বন্দে ভারতের স্লিপার?
খুব শীঘ্রই ভারতীয় রেলওয়ের একাধিক রুটে বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে। এর মধ্যে পশ্চিমবঙ্গে শিয়ালদহ থেকে নতুন দিল্লি পর্যন্ত শিয়ালদা ও নয়া দিল্লী রুটের সব থেকে দ্রুততম ট্রেন খুব শীঘ্রই চালু হবে। শিয়ালদহ থেকে দিল্লির ১৪৫৫ কিলোমিটারের এই দূরত্ব যাত্রীরা পার করতে পারবেন মাত্র ১৫ ঘণ্টায়। ট্রেনের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এই রুটে বন্দে ভারতের স্লিপার চালু হলে রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসের গতি ছাপিয়ে দিল্লি রুটের সবথেকে দ্রুততম ট্রেন চালু হবে।
কোথায় কোথায় স্টপেজ থাকবে?
শিয়ালদহ থেকে দিল্লি রুটের এই বন্দে ভারত স্লিপারের প্রথম স্টপেজ থাকবে আসানসোল জংশন। তারপর ধানবাদ জংশন, দীনদয়াল উপাধ্যায় জংশন, কানপুর সেন্ট্রাল স্টপেজ হয়ে সরাসরি নয়া দিল্লিতে পৌঁছে যাবে ট্রেনটি।
ট্রেনের ভাড়া কত হবে?
শিয়ালদহ-নয়া দিল্লি রুটের বন্দে ভারত স্লিপার ট্রেনে ১৬ টি কোচ থাকবে। এর মধ্যে ১১ টি এসি তিন টায়ারের কোচ থাকবে, ৪টি এসি দুই টায়ারের কোচ এবং ১টি ফার্স্ট ক্লাস এসি কোচ থাকবে। এসি ৩ টায়ারের ভাড়া থাকবে ৩২০০ টাকা। এসি ২ টায়ারের ভাড়া হবে ৪২০০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হবে ৫৩০০ টাকা।
ট্রেন কখন ছাড়বে?
শিয়ালদা থেকে বিকেলে ৪টের সময় রওনা দেবে বন্দে ভারত স্লিপার ট্রেন। নতুন দিল্লিতে পৌঁছাবে পরদিন সকাল ৭ টার সময়। এরপর দিল্লি থেকে ওই দিনই বিকেল ৪টের সময় ট্রেনটি শিয়ালদহর উদ্দেশ্যে রওনা দেবে। এবং গন্তব্যে পৌঁছাবে পরের দিন সকাল ৭টায়।