ভরত কল অতীত! দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসছেন অনুশ্রী দাস! পাত্র কে?

বাংলা সিনেমা তথা সিরিয়ালের বেশ দাপুটে অভিনেত্রী তিনি। তবে এবার আর অভিনয় নিয়ে নয়, অনুশ্রী দাস খবরের শিরোনাম দখল করলেন তার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে। নতুন করে প্রেমে পড়েছেন অনুশ্রী। এক পুরুষের কাঁধে মাথা রেখে সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি আপলোড করেছেন তিনি। আর এই ছবি দেখেই প্রশ্ন উঠছে অনুশ্রী কি আবার দ্বিতীয় বিয়ের স্বপ্ন দেখছেন? কে তার এই নতুন প্রেমিক?

অনুশ্রী দাসের স্বামী কে?

অনুশ্রী প্রথম জীবনে বিয়ে করেছিলেন ভরত কলকে। সিনেমা করতে গিয়েই দুজনের আলাপ হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। ২০০৩ সালে অনুশ্রী এবং ভরতের ডিভোর্স হয়। এরপর ২০১৫ সালে ভরত কল জয়শ্রী মুখার্জিকে বিয়ে করেন। তবে সেই ২০০৩ সাল থেকে অনুশ্রী এতদিন সিঙ্গেল ছিলেন। প্রায় ২০ বছরের মাথায় তার জীবনে নতুন প্রেম এল।

Anushree Das

অনুশ্রী দাসের নতুন প্রেমিক আসলে কে?

যাকে নিয়ে এত চর্চা, যার কাঁধে মাথা রেখে সলজ্জ মুখে সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করেছেন অনুশ্রী, তার সেই চর্চিত প্রেমিকের নাম প্রদীপ্ত। তিনি একটি রেস্তোরার মালিক এবং সেই সঙ্গে গ্রাফিক ডিজাইনার। শুধু ছবি শেয়ার করা নয়, সেই ছবির সঙ্গে ‘আমার আপনার’ গানটি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। তাই এতে জল্পনা আরও বাড়ছে। যদিও প্রদীপ্তকে নিজের প্রেমিক বলে মানতে নারাজ অনুশ্রী। তার পাল্টা প্রশ্ন, “পুরুষের সংজ্ঞা কি সবসময় প্রেমিকই হয়? কাঁধে মাথা রাখলেই কি বিয়ে করছি?”

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের সেরা ৭ সুন্দরী শাশুড়ি, যাদের হটনেস দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

 Anushree Das

অনুশ্রী আরও বলেছেন, যখন প্রদীপ্তর বয়স ২৪ বছর তখন থেকেই তাদের বন্ধুত্ব রয়েছে। তাদের মধ্যে বয়সের পার্থক্য তিন বছরের। তিনি তার বন্ধুকে প্র বলে ডাকেন। অনুশ্রী আরো জানিয়েছেন যে জায়গায় দাঁড়িয়ে এই ছবিটি তোলা হয়েছে সেখানে কাদা ছিল। তিনি পড়ে যাচ্ছিলেন। নিজেকে সামলাতে তাই প্রদীপ্তর কাঁধে তিনি মাথা রাখেন। যারা বলছেন প্রেম এবং বিয়ের কথা তাদের উদ্দেশ্যে অনুশ্রীর প্রশ্ন, “কোথাও কি আমি বলেছি যে প্রেমে পড়েছি আমি? বিয়ে করছি?”

আরও পড়ুন : জয়শ্রী মুখার্জি ও ভরত কলের বয়সের পার্থক্য কত? 

যদিও অনুশ্রী যাই বলুন, টলিউডে কিন্তু প্রদীপ্ত এবং অনুশ্রীর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন রয়েছে। প্রদীপ্ত তার বান্ধবীকে নাকি রীতিমত চোখে হারান। সব সময় আগলে রাখেন অনুশ্রীকে। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতেও বসবেন তারা। বর্তমানে অনুশ্রীকে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ সিরিয়ালে ভৈরবীর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে।