হয়ে গিয়েছে অন্তিম শুটিং। আজকেই শেষ সম্প্রচার হতে চলেছে জি বাংলার ২টি সিরিয়ালের। এই দুটি সিরিয়ালের টিআরপির হাল খুবই খারাপ। আর টিআরপি নম্বর যেহেতু কমছে তাই সেই সিরিয়াল আর এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে নয় চ্যানেল কর্তৃপক্ষ। তাই ১৯শে এপ্রিল, শনিবার এই জি বাংলার দু-দুটি সিরিয়ালের সম্প্রচার একসঙ্গে বন্ধ হবে। সেই সিরিয়াল দুটোর নাম কী?
আজকেই বন্ধ হবে জি বাংলার এই ২ সিরিয়াল
বন্ধ হতে বসেছে জি বাংলার অমর সঙ্গী এবং পুবের ময়না। এই দুটি সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই টিআরপি ছিল না। টিআরপির হাল ফেরাতে একাধিকবার স্লট পরিবর্তন করেও লাভ হয়নি। এখন দুপুরের স্লটে পুবের ময়না এবং অমর সঙ্গীর সম্প্রচার চলছে। কিন্তু দুটি ধারাবাহিকই একসঙ্গে বন্ধ করে দেওয়া হবে। ১৯ এপ্রিল অন্তিম সম্প্রচার হবে এই দুই সিরিয়ালের। তবে অন্তিম সম্প্রচারে কিন্তু এই দুটি সিরিয়ালের গল্পের হ্যাপি এন্ডিং দেখানো হবে।
পুবের ময়নাতে দেখানো হবে রোদ্দুর এবং ময়নার জীবন থেকে গুঞ্জা সরে যাবে। দুজনে এবার সুখে সংসার করবে। আর অমর সঙ্গীতেও রাজ ও শ্রীর মিল হয়েছে। অন্তিম সম্প্রচারের দিন দেখানো হবে রাজ এবং শ্রীর হলে একটা ছোট্ট ফুটফুটে সন্তান এসেছে। পুবের ময়নাতে অভিনয় করছিলেন ঐশানি দে এবং গৌরব রায়চৌধুরী। অমর সঙ্গীতে ছিলেন নীল মুখার্জি এবং শ্যামৌপ্তি সাহা।
আরও পড়ুন : নোংরা ডায়লগে ভরপুর! লীনা গাঙ্গুলীর চিরসখা দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা
আরও পড়ুন : তলানিতে টিআরপি! এক বছরেই বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল
আসছে কোন নতুন সিরিয়াল?
সাধারণত একটি সিরিয়াল বন্ধ হওয়া মানে সেই জায়গাতে নতুন কোনও সিরিয়াল আসে। এখানে তো জি বাংলাতে একসঙ্গে দুটি সিরিয়াল বন্ধ হচ্ছে। তবে নতুন কোনও সিরিয়াল আসার খবর আপাতত নেই। কারণ এই দুটি সিরিয়াল দুপুরে এমন টাইমে সম্প্রচার হচ্ছিল যেখানে এমনিতেই রিপিট টেলিকাস্ট হয়। অতএব আপাতত নতুন কোনও সিরিয়াল আসার খবর নেই জি বাংলাতে।