ছেলেমেয়েদের মধ্যে বাবা-মায়ের শারীরিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে সঞ্চারিত হয়। কিন্তু বলিউডের কিছু তারকা সন্তান চেহারার দিক থেকে হুবহু তাদের বাবা-মায়ের বৈশিষ্ট্য পেয়েছেন। বলিউডের বড় বড় সুপারস্টারদের ছেলে এবং মেয়েরা তাদের বাবা ও মায়ের মত দেখতে হয়েছেন। এখন যখন একে একে তারা বলিউডে পা রাখছেন, তখন তাদের দেখে ৯০ দশকের সেই এক ঝাঁক তরুণ অভিনেতা এবং অভিনেত্রীদের মনে পড়ে যায়। যারা এখন বলিউডে রাজ করছেন। এক নজরে দেখে নিন এই তালিকায় কারা রয়েছেন।
ইব্রাহিম আলি খান : নাদানিয়া সিনেমার মুক্তির পর ইব্রাহিম এখন চর্চার বিষয়বস্তু হয়ে রয়েছেন। তার অভিনয় কারও ভালো লাগুক বা না লাগুক, তার চেহারা নিয়ে ব্যাপক চর্চা চলছে। কারণ ইব্রাহিমকে হুবহু তার বাবা সেইফ আলি খানের মত দেখতে।
সুহানা খান : শাহরুখ খানের ছেলেমেয়েদের চেহারাতেও শাহরুখের ছাপ রয়েছে। বিশেষ করে সুহানা খানের মুখ যেন হুবহু শাহরুখ খানের প্রতিচ্ছবি। যে কারণে সমালোচিত হতে হয় সুহানাকে। আবার ছেলে আরিয়ানের মধ্যেও বাবার ছাপ রয়েছে। বিশেষ করে আরিয়ান খানের গলার আওয়াজ অনেকটা শাহরুখের মতো।
টাইগার শ্রফ : জ্যাকি শ্রফের ছেলে টাইগার বেশ কয়েক বছর আগেই বলিউডে পা রেখেছেন। তার চেহারার সঙ্গেও তার বাবার তরুণ অবস্থার চেহারার অনেক মিল পাওয়া যায়।
আরও পড়ুন : বিয়ে ঠিক হয়েও কেন ভাঙ্গে সালমান-ঐশ্বর্যর সম্পর্ক? প্রকাশ্যে এল আসল কারণ
সারা আলি খান : সারার ভাই ইব্রাহিম যেমন বাবার চেহারা পেয়েছে, সারা তেমনই তার মা অমৃতা সিংয়ের মতো দেখতে। অমৃতা যখন বলিউডের এক নম্বর নায়িকা ছিলেন, তার তখনকার চেহারার ছাপ বর্তমানে সারার চেহারার মধ্যে রয়েছে।
আরও পড়ুন : যৌবন ধরে রাখতে রোজ এই ছোট্ট কাজ করেন প্রিয়াঙ্কা চোপড়া
করণ দেওল : সানি দেওলের দুই ছেলে করণ দেওল ও রাজবীর দেওলেরও চেহারার মধ্যে তাদের বাবা সানি দেওলের তরুণ অবস্থার চেহারার ছাপ রয়েছে।