শাম্মি কাপু্রকে বিয়ে করেও কেন কাপুর ফ্যামিলির বৌমা হতে পারেননি আশা পারেখ?

৭০ -রের দশকে বলিউডের সেরা নায়িকাদের মধ্যে একজন ছিলেন আশা পারেখ। বলিউডের বড় বড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। তবে কেরিয়ারে বড় মাপের অভিনেত্রী হলেও ব্যক্তিগত জীবনে খুব একটা সুখী ছিলেন না তিনি। জীবনে বারবার প্রেম এলেও বিয়ে করে সংসারী হওয়া তার কপালে ছিল না। এমনকি বলিউডের কাপুর ফ্যামিলির এক সুপারস্টারকে নাকি গোপনে বিয়েও করেছিলেন তিনি। কিন্তু সংসার করতে পারেননি। এমনই জল্পনা রয়েছে আশা পারেখকে নিয়ে।

কাপুর পরিবারের এই সুপারস্টারকে গোপনে বিয়ে

কাপুর ফ্যামিলির যে নায়কের সঙ্গে আশার প্রেম নিয়ে সবথেকে বেশি চর্চা চলেছিল, তিনি ছিলেন শাম্মি কাপুর। ৬ এর দশকের শেষের দিকে আশা এবং শাম্মি কাপুরের প্রেম নিয়ে চর্চা ছিল রীতিমতো তুঙ্গে। অনস্ক্রিন তাদের প্রেমের রসায়ন দেখে অনেকেই মনে করতেন তাদের মধ্যে বাস্তবেও প্রেম চলছে। এমনকি বাস্তবেও তাদের সম্পর্কটা এতটাই গভীর ছিল যে এমন সন্দেহ অনেকেই করতেন। এরই মাঝে রটে যায় আশা এবং শাম্মি কাপুর গোপনে বিয়ে করেছেন।

Asha Parekh And Shammi Kapoor

সত্যিই কি শাম্মি কাপুরকে বিয়ে করেছিলেন আশা পারেখ?

একবার নাসির হোসেনের বাড়ির একটি পার্টিতে আশা পারেখ এবং শাম্মি কাপুরের প্রেম নিয়ে চর্চা শুরু হয়। বলিউড অভিনেতা ওম প্রকাশ হঠাৎ বলে বসেন আশা এবং শাম্মি গোপনে বিয়ে করে নিয়েছেন। ব্যাপারটা যখন শাম্মি কাপুরের কানে পৌঁছায় তখন তিনিও স্বীকার করে নেন আশার সঙ্গে তার বিয়ে হয়েছে এবং খুব তাড়াতাড়ি তিনি কাপুর পরিবারে নিয়ে যাবেন আশাকে। এতে প্রচন্ড রেগে গিয়ে আশা পার্টি ছেড়ে চলে যান।

আরও পড়ুন : রণবীর কাপুরের প্রথম স্ত্রী কে?

Asha Parekh And Shammi Kapoor

আরও পড়ুন : কাপুর পরিবারে কার পড়াশুনার দৌড় কতদূর?

কেন কাপুর ফ্যামিলির বৌমা হতে পারেননি আশা পারেখ?

এই খবর যখন সংবাদমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছিল তখন আশা দাবি করেন শাম্মি সব সময় রসিকতা করেন। এক্ষেত্রেও রসিকতা করে সবকিছু মেনে নিয়ে আসলে এই গুঞ্জন থামাতে চেয়েছিলেন শাম্মি। তবে এই ঘটনায় আশা ও শাম্মি উভয়েরই ব্যক্তিগত জীবনে বেশ প্রভাব পড়েছিল। আসলে আশা তখন নাসির হোসেনের সঙ্গে প্রেম করতেন। নাসিরের সঙ্গে আশার প্রেম এরপর দীর্ঘস্থায়ী হয়নি। আবার শাম্মির প্রেমিকাও এই ঘটনায় দুঃখ পেয়েছিলেন।