প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। প্রত্যেক সপ্তাহের মত বৃহস্পতিবার বেরিয়ে গেল গত সপ্তাহে বাংলা ধারাবাহিকগুলোর রেজাল্ট। এই সপ্তাহের টিআরপি তালিকাতে রয়েছে ব্যাপক চমক। গত বেশ কয়েক মাসের বেঙ্গল টপার পরিণীতা আর এই সপ্তাহে টপার হতে পারল না। বরং এই সপ্তাহে জি বাংলার দুটি সিরিয়াল একসঙ্গে যৌথভাবে পরিণীতাকে টপকাতে সফল হয়েছে। এক নজরে দেখে নিন সেরা ১০ এর টি আর পি তালিকা।
এই সপ্তাহে বেঙ্গল টপার হল কোন সিরিয়াল?
পরিণীতাকে ছাপিয়ে এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রী এবং ফুলকি। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭। আর পরিণীতা মাত্র ০.১ নম্বরের জন্য প্রথম স্থান পেলনা। তবে বেঙ্গল টপার হতে না পারলেও পরিণীতা কিন্তু স্লট লিডার। এই সপ্তাহেও পরশুরাম পরিণীতাকে টপকাতে পারেনি।
এই সপ্তাহের বেঙ্গল টপার : জগদ্ধাত্রী এবং ফুলকি (৭.০)
সেরা ৫ এর মধ্যে কোন কোন সিরিয়াল রয়েছে?
প্রথম স্থান দখল করতে না পারলেও পরিণীতা কিন্তু দ্বিতীয় স্থান নিজের দখলে রাখল। তৃতীয় স্থানে রয়েছে রাঙামতি তীরন্দাজ। পরিণীতাকে টপকাতে না পারলেও চতুর্থ স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক। পঞ্চম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার এবং গীতা এলএলবি।
সেরা ৫ এর টিআরপি ফলাফল
পরিণীতা : দ্বিতীয় স্থান (৬.৯)।
রাঙ্গামতি তীরন্দাজ : তৃতীয় স্থান (৫.৯)।
পরশুরাম আজকের নায়ক : চতুর্থ স্থান (৫.৮)।
চিরদিনই তুমি যে আমার এবং গীতা এলএলবি : পঞ্চম স্থান (৫.৫)।
আরও পড়ুন : বহুদিন পর পর্দায় ফিরছে স্টার জলসার এই জনপ্রিয় জুটি
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেল রামপ্রসাদের সর্বাণী? কেন সিরিয়ালে দেখা যাচ্ছে না সুস্মিলি আচার্যকে?
সেরা দশের মধ্যে রয়েছে কোন কোন সিরিয়াল?
কথা : ষষ্ঠ স্থান (৫.৩)।
গৃহপ্রবেশ-চিরসখার এক ঘণ্টার মহা পর্ব, কোন গোপনে মন ভেসেছে এবং মিত্তির বাড়ির এক ঘন্টার মহাপর্ব : সপ্তম স্থান (৫.১)।
অনুরাগের ছোঁয়া এবং রোশনাই : অষ্টম স্থান (৪.১)।
দুগ্গামণি ও বাঘমামা : নবম স্থান (৩.৬)।
তুই আমার হিরো : দশম স্থান (৩.৩)।