যত বিয়ে, তত সন্তান! বলিউডে সবচেয়ে বেশি সন্তান রয়েছে কোন তারকার?

বলিউডে সবথেকে বেশি সংখ্যক সন্তান রয়েছে কোন তারকার? ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ তারকাই বিবাহিত। এদের মধ্যে কেউ কেউ আবার একাধিকবার বিয়ে করেছেন। যতগুলো বিয়ে, তার সঙ্গে পাল্লা দিয়ে সন্তানের সংখ্যাও বেড়েছে। আজ এই প্রতিবেদনে আপনাদের বলব সেইসব বলিউড অভিনেতাদের নাম যাদের সন্তানের সংখ্যা বেশি। আলাপ করাবো তাদের সন্তানের সঙ্গেও।

শাহরুখ খান : শাহরুখ খানের ছেলেমেয়েদের সকলেই চেনেন। তার বড় ছেলের নাম আরিয়ান খান। একমাত্র মেয়ের নাম সুহানা খান। এরপর সারোগেসির মাধ্যমে শাহরুখ এবং গৌরি আব্রামকে পেয়েছেন। শাহরুখের সন্তানদের মধ্যে আরিয়ান পরিচালক হতে চান। সুহানা হতে চান অভিনেত্রী। আর তার ছোট ছেলে আব্রাম এখনও স্কুলে পড়াশোনা করে।

Aamir Khan

আমির খান : আমির খান দুবার বিয়ে করেছেন। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে তার দুটি সন্তান রয়েছে, জুনায়েদ খান এবং ইরা খান। এরপর আমির বিয়ে করেন কিরণ রাওকে। তাদের একমাত্র সন্তানের নাম আজাদ।

সানি লিওন : সানি লিওন তিন ছেলে-মেয়ের মা। প্রথমে তিনি দুই যমজ সন্তানের জন্ম দেন। তার দুই ছেলের নাম আশির এবং নোয়া। এরপর তিনি নিশা নামের একটি কন্যা সন্তানকে দত্তক নেন।

আরও পড়ুন : এক রাতের জন্য শারীরিক সম্পর্ক করেছেন এই ৭ বলিউড তারকা

Anil Kapoor

আরও পড়ুন : অবিকল বাবার জেরক্স কপি! বলিউডের এই ৫ তারকা সন্তান হুবহু বাবার মত দেখতে

অনিল কাপুর : অনিল কাপুরও তিন সন্তানের বাবা। তার দুই মেয়ে সোনম কাপুর এবং রিয়া কাপুর। অনিল কাপুরের একমাত্র ছেলের নাম হর্ষবর্ধন কাপুর।

সেইফ আলি খান : বলিউড তারকাদের মধ্যে সবথেকে বেশি সংখ্যক সন্তানের জন্ম দিয়েছেন সেইফ। ২ টি বিয়ে থেকে তিনি ৪ সন্তানের বাবা হয়েছেন। অমৃতা সিং এবং সেইফ আলি খানের দুই সন্তান সারা আলি খান এবং ইব্রাহিম আলি খান। এরপর করিনা কাপুরকে বিয়ে করে সেইফ তৈমুর আলি খান এবং জাহাঙ্গীর আলি খানের বাবা হয়েছেন।