বলিউডের কোনও ভালো সিনেমা দেখতে চান? অথচ কোনটা দেখবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনে আমরা আপনাকে বলবো বলিউডের সেই ১০টি সিনেমার নাম, যেগুলো যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখুন। কারণ এই ১০টি সিনেমা বলিউডের মাস্টারপিস। না দেখে থাকলে চরম মিস করবেন আপনি।
মাস্ট ওয়াচ বলিউড সিনেমার তালিকা
১. সেকশন ৩৭৫ : একজন ফিল্ম ডিরেক্টরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের হয়। মামলা গড়ায় আদালতে। তবে এই সিনেমার টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। অ্যামাজন প্রাইম ভিডিও, এমএক্স প্লেয়ারে বিনামূল্যে আপনি এই সিনেমা দেখতে পারবেন।
২. মান্টো : এই হিস্টোরিকাল ড্রামা আপনি গুগল প্লে মুভি, ইউটিউব এবং অ্যাপেল টিভিতে সাবস্ক্রাইবশনের বিনিময়ে দেখতে পাবেন।
৩. লুটেরা : সোনাক্ষী সিনহা এবং রণবীর সিংয়ের এই রোমান্টিক ড্রামা ঘরানার সিনেমাটিও অবশ্যই রাখুন ওয়াচ তালিকায়। ইউটিউব, জিও হটস্টার এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনি ফ্রিতে দেখতে পাবেন এই সিনেমা।
৪. উমেরতা : একজন ব্রিলিয়ান্ট ব্যক্তিকে কীভাবে টেররিস্ট বানানো হয়, যে ২৬/১১ এর মুম্বাই বিস্ফোরণ ঘটায়। সেই কাহিনী আপনি দেখবেন এই সিনেমায়। জিও হটস্টারে আপনি ফ্রিতে দেখতে পাবেন এই সিনেমা। জি ফাইভ, অ্যামাজন প্রাইম ভিডিওতে সাবস্ক্রিপশনের বিনিময়ে দেখতে পাবেন এই সিনেমা।
৫. গুলাল : রাজার ছেলের দেহ উদ্ধার হয় রাস্তার মাঝে ফাঁসিতে ঝোলানো অবস্থায়। এরপরেই আসবে সিনেমার বড় টুইস্ট। এই থ্রিলার ঘরানার সিনেমাটি আপনি ইউটিউবে পেয়ে যাবেন।
৫. 13B : যারা হরর সিনেমা পছন্দ করেন তাদের অবশ্যই এই বলিউড হরর দেখা উচিত। যেখানে একটি টিভি সেই বাড়িতে উপস্থিত সদস্যদের ভবিষ্যৎ বলে দেয়। এবং এই টিভির সঙ্গে জড়িয়ে রয়েছে হাড় হিম করা এক রহস্য। ইউটিউব, অ্যাপেল টিভি, গুগল প্লে মুভি কিংবা অ্যামাজন প্রাইম ভিডিও, যেখানেই দেখুন না কেন, আপনাকে সাবস্ক্রিপশন দিয়ে এই সিনেমাটি দেখতে হবে।
৬. ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী : বাঙালি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর এই কাহিনীতে ধরা পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট। ইউটিউব, অ্যামাজন প্রাইম ভিডিও, অ্যাপেল টিভি এবং গুগল প্লে মুভিতে আপনি এই সিনেমাটি সাবস্ক্রিপশনের বিনিময়ে দেখতে পাবেন।
৭. দ্য কাশ্মীর ফাইলস : এই সিনেমা নিয়ে যতই রাজনৈতিক বিতর্ক থাকুক না কেন, সিনেমাটি দেখলে কিন্তু নিশ্চিত ভাবে আপনার মনের উপর ছাপ ফেলবেই। জি ফাইভে সাবস্ক্রিপশনের বিনিময়ে আপনি এই সিনেমাটি দেখতে পাবেন।
৮. গ্যাংস অফ ওয়াসিপুর : যারা গ্যাংস্টারের উপর সিনেমা পছন্দ করেন তাদের এই সিনেমাটি ভালো লাগবে। এই সিনেমাটি আপনি নেটফ্লিক্স, ইউটিউব, জিও হটস্টার, গুগল প্লে মুভি, অ্যাপেল টিভিসহ যেকোনও জায়গায় পেয়ে যাবেন।
আরও পড়ুন : সাসপেন্স ওড়াবে ঘুম! এই ৭ সাইকো থ্রিলার ছবি আপনার ব্রেন নিয়ে খেলবে
আরও পড়ুন : ২০২৫ -এ মুক্তি পাবে জনপ্রিয় এই ৯ ওয়েব সিরিজের নতুন সিজন
৯. তুম্বাদ : দক্ষিণ ভারতের এই সিনেমাটি গোটা ভারত জুড়ে সাড়া ফেলে দিয়েছিল মুক্তির পর। এখন আপনি এই সিনেমা অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন।