নোংরা ডায়লগে ভরপুর! লীনা গাঙ্গুলীর চিরসখা দেখে ছিঃ ছিঃ করছে দর্শকরা

ফের দর্শকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো স্টার জলসার চিরসখা সিরিয়ালটি। এবার এই ধারাবাহিকের বিরুদ্ধে সরাসরি অশালীনতা এবং নোংরামি দেখানোর অভিযোগ তুলছেন দর্শকরা। লীনা গাঙ্গুলীর লেখা সিরিয়াল নিয়ে এর আগেও পরকীয়ার অভিযোগ উঠেছে বারবার। এবার শুধু পরকীয়া নয়, মাত্রা ছাড়িয়ে লীনা গল্পের মধ্যে রীতিমতো চরিত্রদের মুখ দিয়ে কুরুচিকর কথা বলাচ্ছেন, এমনটাই অভিযোগ দর্শকদের।

চিরসখার বিরুদ্ধে রেগে আগুন নেটনাগরিকরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে চিরসখার চরিত্রদের কিছু কথোপকথন নিয়ে আপত্তি তুলেছেন দর্শকরা। বর্ষার চরিত্র এখানে নির্লজ্জতার সঙ্গে এমন নোংরা নোংরা ভাষায় কথা বলছে যে শুনে রীতিমতো লজ্জা পাচ্ছেন দর্শকরা। ঠাকুরপো এবং বৌঠনের রান্নার রসায়নের মাঝে ডাবল মিনিং ঢোকানো হচ্ছে বর্ষার সংলাপ দিয়ে। কোনও পারিবারিক ধারাবাহিকে এরকম অশালীন জিনিস কেন দেখানো হবে সেই প্রশ্ন তুলছেন দর্শকরা।

Chirosakha

কেউ কেউ কটাক্ষ করে লিখছেন, “লীনা গাঙ্গুলী যদি ওয়েব সিরিজ বানাতেন তাহলে কী কী দেখাতেন ভাবলেই গায়ে কাঁটা দেয়। এখন শুধু পরকীয়ার কথা হচ্ছে। তখন হয়ত প্রকাশ্যেই দেখিয়ে দিতেন।” কেউ লিখছেন, “এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বেরিয়ে যায়। এমন সাবজেক্টিভ বাস্তবতা নিশ্চয়ই লেখিকার পার্সোনাল ফ্যান্টাসি থেকে এসেছে।”

আরও পড়ুন : ৮ মাসেই বন্ধ সিরিয়াল! জি বাংলার আরও একটি সিরিয়াল নিয়ে এল খারাপ খবর

Chirosakha

আরও পড়ুন : সেলাইয়ের কাজ করে মানুষ করেছেন মা! ‘পারুল’ ঈশানীর জীবনের কাছে সিরিয়ালের গল্প ফেল

আবার দর্শকদের মধ্যে কেউ কেউ লিখছেন সিরিয়াল দেখতে দেখতে তাদের মাথা ধরে যাচ্ছে। তারা লিখছেন, “এখন শুধু ভাবছি পরের পর্বে আর কী অপদার্থ সংলাপ অপেক্ষা করে আছে আমাদের জন্য।” দর্শকদের মতে লীনা গাঙ্গুলীর কলম থেকে চরিত্রদের মুখ থেকে যে ভাষা বের হয় সেটা অর্ধেক অশালীনতা এবং বাকিটা কটাকে ভরা। লীনা বরাবরই নিজেকে ব্যতিক্রমী লেখিকা হিসেবে তুলে ধরেছেন। তার লেখনীতে সামাজিক ধারণা ভাঙতে এর আগেও বহুবার দেখা গিয়েছে। কিন্তু এবার তার লেখনীকে অশালীন এবং নীতিবোধহীন বলছেন দর্শকরা।