সুদীপ মুখার্জীর থেকে কত টাকা খোরপোষ নিলেন পৃথা চক্রবর্তী?

ফের ডিভোর্সের ডিভোর্সের দুঃসংবাদ এল টলিউড থেকে। এবার সংসার ভেঙে আলাদা হওয়ার পথে অভিনেতা সুদীপ মুখার্জী এবং পৃথা চক্রবর্তী। চিরসখার স্বতন্ত্রর বাস্তবের দ্বিতীয় বিয়েটাও টিকলো না। সোশ্যাল মিডিয়াতে পৃথা নিজেই এই খবর জানিয়েছিলেন। এও শোনা যাচ্ছে ডিভোর্সের জন্য নাকি সুদীপের থেকে মোটা টাকার খোরপোষ নিয়েছেন পৃথা। অবশেষে এই ব্যাপারে মুখ খুললেন সুদীপ মুখার্জী।

সুদীপ মুখার্জী এবং পৃথা চক্রবর্তীর ডিভোর্স

বিগত বেশ কিছুদিন ধরেই নাকি একসঙ্গে থাকছিলেন না সুদীপ এবং পৃথা। যদিও সোশ্যাল মিডিয়াতে ঘুণাক্ষরেও কাউকে সেটা টের পেতে দেননি। এরপর পৃথা নিজেই সোশ্যাল মিডিয়াতে বিচ্ছেদের খবর জানিয়ে দেন। তিনি ঘোষণা করেন, “আমরা আর একসঙ্গে নেই। আমাদের বিচ্ছেদ হয়েছে। তবে আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকবো।” যদিও এরপরেও সুদীপ ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন। জল্পনা উড়িয়ে দিয়ে বলেছিলেন তার স্ত্রী আসলে প্র্যাঙ্ক করছেন। তবে দুদিন পর সুদীপও স্বীকার করে নেন এই বিচ্ছেদের কথা।

 Sudip Mukherjee And Pritha Chakraborty

কত টাকা খোরপোষ নিলেন পৃথা?

গত ২৯ এ মার্চ সুদীপ এবং পৃথার অফিসিয়াল ডিভোর্স হয়েছে। তাদের দুই সন্তান পৃথার কাছেই রয়েছে। সুদীপ তার সময় মত সন্তানদের সঙ্গে দেখা করতে যান। আর খোরপোষ প্রসঙ্গে তিনি বলেছেন, “যা রটেছে তা একেবারেই ঠিক নয়। এভাবে কোনও কিছু চাওয়ার মেয়েই নয় পৃথা। ও নিজেই নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে। জানি না কারা এসব রটাচ্ছেন। যা রটছে তা আমাদের দু’জনের পক্ষেই খুব অসম্মানজনক।”

কেন ডিভোর্সের খবর লুকিয়ে রেখেছিলেন সুদীপ মুখার্জী?

সুদীপ প্রথম দিকে পৃথার সঙ্গে তার বিচ্ছেদের খবর ধামাচাপা দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছেন। টলিউডে পাওয়ার কাপল হিসেবে পরিচিতি ছিল তাদের। ‌দুজনের বয়সের অনেক বড় পার্থক্য সত্বেও তারা এতদিন টলিউডের নজরে সেরা দম্পতি ছিলেন। সুদীপ পরে বিচ্ছেদের খবর স্বীকার করে নিয়ে বলেন, “হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। আমি আর পৃথার পথ এখন আলাদা। তবে এটি একেবারেই আমাদের ব্যক্তিগত বিষয়। আমি চাইনি সামাজিক মাধ্যমে এই খবর বেরিয়ে যাক। সেই কারণেই পুরোটা কভার করার চেষ্টা করেছি। তবে এই কারণে যে বা যারা পৃথাকে অপমান করছেন সেটির বিরোধীতা করছি আমি। ও আমার সন্তানদের মা। আমরা দু’জন দু’জনকে সম্মান করি। আমাদের বন্ধুত্ব এখনও আছে। আমি চাই না এর চেয়ে বেশি কিছু বলতে। ব্যাপারটি ব্যক্তিগতই রাখতে চাই।”

আরও পড়ুন : শরীরে বাসা বেঁধেছে কঠিন অসুখ! ইন্দ্রাণী হালদারকে এখন দেখলে চিনতে পারবেন না

 Daminee Benny Basu

আরও পড়ুন : শুধুই পরকীয়ায় ঠাসা গল্প! ‘চিরসখা’র সমালোচনায় মুখ খুললেন লেখিকা লীনা গাঙ্গুলী

সুদীপ মুখার্জীর প্রথম স্ত্রী কে?

পৃথার আগে সুদীপ বিয়ে করেছিলেন দামিনী বেণী বসুকে। ইনিও অভিনয় জগতের সঙ্গে যুক্ত। বিশেষ করে দামিনী একজন প্রখ্যাত থিয়েটার আর্টিস্ট। তিনি অভিনয়ের প্রশিক্ষণ দেন। ২০০৫ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর দামিনী এবং সুদীপের একমাত্র মেয়ে চিনি মায়ের সঙ্গে থাকেন। প্রথম স্ত্রী এবং কন্যার সঙ্গেও সুদীপের সম্পর্ক খুবই ভালো। এমনকি দ্বিতীয়বার বিয়ের সময় পৃথার বাবা-মা দামিনীর কাছে হবু জামাই সম্পর্কে যাচাই করতে গিয়েছিলেন। দামিনীরও সুদীপের বিরুদ্ধে কোনও অভিযোগ ছিল না ডিভোর্সের পর। পৃথা এবং দামিনীর মধ্যে সম্পর্কটাও খুবই বন্ধুত্বপূর্ণ।