মুক্তি পেল ৩ টি বাংলা সিনেমা, মা-ছেলের আবেগঘন গল্প মন ছুঁয়ে গেল দর্শকদের

বহু বছর পর আবার টলিউডের ফিরলো স্বর্ণযুগ। রাখি গুলজার, মৌসুমী চট্টোপাধ্যায় এবং শর্মিলা ঠাকুর, বর্ষীয়ান এই তিন অভিনেত্রী আবার ফিরলেন বাংলা সিনেমায়। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেল স্বর্ণযুগের এই তিন নায়িকার তিনটি নতুন সিনেমা। স্বর্ণযুগের এই তিন নায়িকার কামব্যাকেই কার্যত টলিউডের নতুন বছরের শুরুটা হল। এক নজরে দেখে নিন এই তিনটি নতুন সিনেমার নাম।

 

পুরাতন : সিনেমাটি মুক্তি পেয়েছে ১১ই এপ্রিল। ১৪ বছর পর এই সিনেমার মাধ্যমে আবার বাংলা সিনেমায় পা রাখলেন শর্মিলা ঠাকুর। ২০০৯ সালে অন্তহীন সিনেমাতে তাকে শেষবার দেখা দিয়েছিল। এবার সুমন ঘোষের পুরাতন সিনেমাতে তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত এক মায়ের ভূমিকায় অভিনয় করছেন। এই সিনেমায় তার মেয়ের ভূমিকায় রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত।

আড়ি : এই সিনেমাতে মা এবং ছেলের মিষ্টি সম্পর্কের গল্প ধরা পড়েছে। জিৎ চক্রবর্তীর পরিচালিত এই সিনেমায় মৌসুমী চট্টোপাধ্যায় এবং যশ দাশগুপ্ত অভিনয় করেছেন। নুসরাত জাহানও রয়েছেন তবে তিনি এই সিনেমায় গল্প বলেছেন। এই সিনেমাতে মৌসুমীও ডিমেনশিয়াতে আক্রান্তের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫শে এপ্রিল।

 

আরও পড়ুন : ২০২৫ -এ মুক্তি পাবে জনপ্রিয় এই ৯ ওয়েব সিরিজের নতুন সিজন

আমার বস : এই সিনেমাতেও মা এবং ছেলের‌ সম্পর্ক প্রধান ইউএসপি। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত এই সিনেমায় রাখি গুলজার শিবপ্রসাদের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ১১ ই মে মাতৃদিবস, তার আগে ৯ই মে এই সিনেমাটি মুক্তি পাবে।

আরও পড়ুন : ২০২৫ সালের এপ্রিল মাসের ৬টি মাস্ট ওয়াচ সিনেমা