কোথায় হারিয়ে গেল রামপ্রসাদের সর্বাণী? কেন সিরিয়ালে দেখা যাচ্ছে না সুস্মিলি আচার্যকে?

প্রথম প্রতিশ্রুতির সত্যবতি কিংবা সৌদামিনী সংসারের সৌদামিনী, আবার করুণাময়ী রানী রাসমণিতে রাণীমার নাতবউ, তো কখনো রামপ্রসাদের সর্বাণী, এতটুকু বয়সেই এতগুলো সিরিয়ালে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন সুস্মিলি আচার্য। শিশুশিল্পী হিসেবেই অভিনয় দুনিয়াতে প্রবেশ ঘটেছিল তার। তারপর মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি সিরিয়ালের নায়িকা পর্যন্ত হয়েছেন। কিন্তু এখন আর তাকে কোনও সিরিয়ালেই দেখা যাচ্ছে না। কেন জানেন?

সুস্মিলি আচার্য কোন কোন সিরিয়ালে অভিনয় করেছেন?

মাত্র কয়েক বছরের মধ্যেই সুস্মিলি একের পর এক সিরিয়ালের সুযোগ পেয়েছেন। তার কেরিয়ারের শুরুটা শিশু শিল্পী হিসেবেই হয়েছিল। তিনি অভিনয় করেছেন জি বাংলার প্রথম প্রতিশ্রুতি, সৌদামিনীর সংসার, করুণাময়ী রানী রাসমণি সিরিয়ালে। তারপর স্টার জলসার রামপ্রসাদ সিরিয়ালেও অভিনয় করেছিলেন তিনি। তাও আবার সব্যসাচী চৌধুরীর স্ত্রীর চরিত্রে। কিন্তু তারপর গত এক বছর ধরে তাকে আর কোথাও কোনও সিরিয়ালে দেখা যাচ্ছে না।

Sushmili Acharjya

কেন অভিনয় ছেড়ে দিলেন সুস্মিলি আচার্য?

সুস্মিলি আসলে অভিনয় ছেড়েছেন পড়াশোনার জন্য। আসলে তিনি যখন রামপ্রসাদ সিরিয়াল করছিলেন তখন তিনি মাধ্যমিক দেন। মাধ্যমিকে তিনি পেয়েছিলেন ৬০% নম্বর। তবে এই নম্বর নিয়ে তিনি মোটেই খুশি হতে পারেননি। আসলে শুটিং করতে করতে তাই পড়াশোনাতে যথেষ্ট অসুবিধা হয়েছে। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা শুটিং করে তিনি পড়াশোনা করেছেন। তাতে তার মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে। তবে পড়াশোনাতে সুস্মিলি বরাবরই খুবই ভালো। তাই এবার তিনি উচ্চমাধ্যমিকের উপর জোর দিতে চান।

আরও পড়ুন : বহু বছর পর টিভিতে ফিরছেন অনন্যা চ্যাটার্জী, কবে কোন চ্যানেলে দেখা যাবে?

Sushmili Acharjya

আরও পড়ুন : কেন অভিনয় ছেড়ে দিলেন ‘ভালোবাসা ডট কমে’র তোরা মধুবনী গোস্বামী?

সুস্মিলি আচার্য এখন কী করছেন?

উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। তার লক্ষ্য তিনি ইংরেজিতে স্নাতক হবেন। এবার অভিনয় থেকে ব্রেক নিয়ে তিনি শুধু পড়াশোনাতেই মন দিতে চান। উচ্চ মাধ্যমিকের পরে হয়তো কলেজ জীবনে প্রবেশ করলে তিনি আবার ফিরবেন অভিনয়ে। তবে আপাতত দু-তিন বছরের গ্যাপ থাকবে তার অভিনয় কেরিয়ারে।