পেশাগত দুনিয়ায় সহকর্মীদের মধ্যে শত্রুতা সব ক্ষেত্রেই আছে। বলিউডও তার ব্যতিক্রম নয়। এখানে অভিনেতারা একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন। প্রকাশ্যেই একে অপরের সঙ্গে ঝগড়ায় মেতেছেন। আজ আপনাদের জানাবো বলিউডের সেই ৫টি ঝগড়ার ঘটনা যেগুলো সবথেকে বিতর্কিত। যে কারণে আর বলিউডের একাধিক তারকা একে অপরের মুখ দেখেন না। এই ৫ টি ঘটনার কারণে বলিউডের একাধিক অভিনেতা আজ একে অপরের চরম শত্রু।
১. সালমান খান এবং বিবেক ওবেরয় : বলিউডের সবথেকে বিতর্কিত ঝামেলার মধ্যে এটি অন্যতম। সালমান খান, বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য রাইয়ের ত্রিকোণ প্রেম থেকেই এই ঝামেলার সূত্রপাত হয়। বিষয়টি চরমে ওঠে যখন বিবেক সালমানের বিরুদ্ধে একটি প্রেস কনফারেন্স করেন অভিযোগ করেন সালমান তাকে হুমকি দিচ্ছেন। নবাগত হয়েও একজন বলিউড সুপারস্টারের বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ তুলেছেন, এই কারণে বিবেককে বলিউড বয়কট করে। আর সালমান খানের ভক্তরাও তাকে কখনও ক্ষমা করেননি। বলিউডে বিবেক ওবেরয়ের কেরিয়ার এই একটি কারণে নষ্ট হয়ে যায়।
২. গোবিন্দা এবং ডেভিড ধাওয়ান : কমেডি সিনেমাতে পরিচালক ডেভিড দেওয়ান এবং অভিনেতা গোবিন্দার জুটি ছিল সেরা। তারা একসঙ্গে ২ ডজনেরও বেশি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছিলেন বলিউডকে। কিন্তু এরপর যখন ডেভিড তার ছেলে বরুণ ধাওয়ানকে বলিউডে লঞ্চ করলেন তখন গোবিন্দার সঙ্গে তার জুটি ভাঙলো। গোবিন্দা সরাসরি অভিযোগ করেছিলেন ডেভিড তাকে ঠকিয়েছেন। আর ডেভিডও বলেন গোবিন্দা আর আগের মত নেই। আসলে ছেলেকে বলিউডে প্রতিষ্ঠা দিতে ডেভিড গোবিন্দাকে এড়িয়ে চলছিলেন। ভক্তরা এখনও এই জুটিকে আবার ফিরে পেতে চান, কিন্তু দুজনের যা সম্পর্ক তাতে বর্তমানে সেটা প্রায় অসম্ভব বলেই মনে হয়।
৩. কঙ্গনা রানাওয়াত এবং হৃত্বিক রোশন : কঙ্গনা এবং হৃত্বিকের ঝামেলা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল বলিউডে। ক্রিস ৩ সিনেমার শুটিং থেকে কঙ্গনার সঙ্গে হৃত্বিকের অ্যাফেয়ার চলছিল। ঝামেলা সূত্রপাত হয় যখন কঙ্গনা হৃত্বিকের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রকাশে কথা বলেন। আর হৃত্বিক সেটা অস্বীকার করেন। কঙ্গনা হৃত্বিকের সঙ্গে হওয়া তার সমস্ত ইমেইল চ্যাট ফাঁস করে দেন। এরপর দুই তারকার বিবাদ আদালত পর্যন্ত গড়ায়। এই ঘটনার পর হৃত্বিক রোশন এবং সুজান খানের বিয়েও ভেঙে যায়। আজও এই দুই তারকা একে অপরকে সহ্য করতে পারেন না। বিভিন্ন সাক্ষাৎকারে একে অপরের প্রসঙ্গ উঠলে তারা এখনও একে অপরের প্রতি ক্ষোভ উগড়ে দেন।
৪. প্রিয়াঙ্কা চোপড়া এবং করিনা কাপুর : প্রিয়াঙ্কা এবং করিনার ঝামেলা বলিউডের সবথেকে বড় ক্যাট ফাইট হিসেবে ধরা হয়। করিনা একবার প্রিয়াঙ্কার আমেরিকান উচ্চারণ নিয়ে কটাক্ষ করে বলেছিলেন, “আমি অবাক হই প্রিয়াঙ্কা কোথা থেকে এমন কথা বলতে শিখলো!” প্রিয়াঙ্কাও অত্যন্ত স্মার্টভাবে এর উত্তর দিয়েছিলেন, “আমার মনে হয় সেই জায়গা যেখান থেকে ওর বয়ফ্রেন্ড এটা শিখেছে।” প্রিয়াঙ্কার নিশানায় ছিলেন করিনা তৎকালীন প্রেমিক এবং বর্তমান স্বামী সেইফ আলি খান। আসলে সেইফও পড়াশোনার সূত্রে বিদেশে ছিলেন বহুদিন। এরপর থেকে এই দুই অভিনেত্রী আর কোনদিনও একসঙ্গে কাজ করতে চাননি।
আরও পড়ুন : বলিউডের এই নায়িকাদের পারিশ্রমিক নায়কের থেকেও বেশি
আরও পড়ুন : জ্যোতিষের কথায় ওঠেন-বসেন! অ্যাস্ট্রোলজি মেনে চলেন বলিউডের এই তারকারা
৫. কঙ্গনা রানাওয়াত এবং করণ জোহর : কঙ্গনা এবং করণের মধ্যেও সম্পর্ক একেবারে তলানিতে রয়েছে। আসলে কঙ্গনা করণের বিরুদ্ধে নেপোটিজমকে সমর্থন করার অভিযোগ তুলেছিলেন। তিনি বলেন করণের মত কিছু লোক বলিউডকে ভেতরে এবং বাইরে থেকে কন্ট্রোলে রাখতে চান। করণও কঙ্গনাকে উদ্দেশ্য করে বলেন উনি শুধু ভিকটিম কার্ড খেলতে পারেন। তবে সে যাই হোক, এই বিবাদের ফলে বলিউডের আভ্যন্তরীণ রাজনীতি কঙ্গনা গোটা বিশ্বের সামনে ফাঁস করে দেন। একা কঙ্গনা নন, বর্তমানে গোটা দেশের দর্শকরাও করণের এই নেপোটিজমকে প্রশ্রয় দেওয়ার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন।