পরিবারের অমতে বিয়ে! কীভাবে আম্বানি পরিবারের বউ হলেন টিনা?

বলিউডের টপ হিরোইন থেকে আম্বানি পরিবারের পুত্রবধূ, বলিউড অভিনেত্রী টিনা মুনিমের জীবনটা কোনো সিনেমার স্ক্রিপ্টের থেকে কম নয়। অনিলকে বিয়ে করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছিল তাকে। এমনকি প্রথম প্রথম তো আম্বানি পরিবার তাকে পুত্রবধূ হিসেবে মানতেও রাজি ছিল না। তবে সব বাধা পেরিয়ে যেভাবে অনিল আম্বানি এবং টিনা মুনিমেয়ের বিয়ে হয় এটা কোনও সিনেমার গল্পের থেকে কম নয়।

কীভাবে শুরু হয়েছিল অনিল আম্বানি এবং টিনা মুনিমের প্রেম?

অনিল এবং টিনার প্রথম দেখা হয় একটি বিয়ে বাড়িতে। তখন অবশ্য দুজনেই ছিলেন আমেরিকায়। টিনা মুনিম তখন বলিউড সিনেমার বেশ নামি হিরোইন। অন্যদিকে অনিল আম্বানি সবেমাত্র বাবার ব্যবসায় পা রেখেছেন। এমতাবস্থায় দুজনের দেখা হল। প্রথম দেখাতেই টিনাকে ভালো লেগে দিয়েছিল অনিলের। তিনি টিনাকে তার মনের কথা জানিয়েও দেন। কিন্তু টিনা এত তাড়াতাড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাননি। এরপর তিন বছরের ব্যবধান। তিন বছর পর দুজনের আবার দেখা হল। অনিল আবার একই প্রস্তাব রাখলেন তার কাছে। এবার আর না করতে পারলেন না টিনা।

Anil Ambani And Tina Munim

কেন টিনাকে বউ হিসেবে মানতে চায়নি আম্বানি পরিবার

তবে এরপরই দুজনের প্রেমের আসল লড়াই শুরু হল। অনিল এবং টিনার পরিবার গুজরাতি পরিবার ছিল ঠিকই কিন্তু তবুও টিনাকে বাড়ির বউ হিসেবে পছন্দ ছিল না অনিলের বাবা-মায়ের। আসলে আম্বানি পরিবার খুবই রক্ষণশীল স্বভাবের মানুষ। আর টিনা কাজ করতেন বলিউডে। এই কারণে টিনাকে তাদের পছন্দ ছিল না। কিন্তু বেঁকে বসেছিলেন অনিল। টিনাকে ছাড়া তিনি আর কাউকে বিয়ে করতে রাজি ছিলেন না। অবশেষে ছোট ছেলের জেদের সামনে হার মানতে বাধ্য হয় পরিবার।

আরও পড়ুন : সাধারণ ঘরের মেয়ে থেকে রাজরানী! কীভাবে মুকেশ আম্বানির স্ত্রী হলেন নীতা আম্বানি?

Anil Ambani And Tina Munim

আরও পড়ুন : মুকেশ আম্বানি বউয়ের এই ৫টি শাড়ি কিনে নিতে পরে যেকোনও বিলাসবহুল বাড়ি

এরপর ১৯৯১ সালের ফেব্রুয়ারি মাসে অনিল এবং টিনার বিয়ে হয়। গড়ে উঠে দুজনের সুখের সংসার। যদিও বিয়ের পর অবশ্য টিনাকে ছেড়ে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন অনিল। বলিউডের বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে তার নাম জড়াতে থাকে। এমনকি সুস্মিতা সেনের সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে শোনা যায়। কিন্তু পরে আবার সবাইকে ছেড়ে টিনার কাছেই ফিরে আসেন অনিল। তারপর থেকে ৩ দশক কেটে গেল সুখেই সংসার করছেন টিনা এবং অনিল।