আপনি কি জানেন বলিউডের সবথেকে লম্বা নায়িকা কে? বলিউডের লম্বা নায়িকাদের প্রসঙ্গে উঠলে সকলের মাথায় আসবে দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন কিংবা শিল্পা শেট্টি, কৃতি শ্যাননদের নাম। তবে এরা কিন্তু কেউই বলিউডের সবথেকে লম্বা নায়িকাদের মধ্যে নন। বলিউডের সবথেকে লম্বা নায়িকা নিয়েছিলেন তিনি নব্বইয়ের দশকের একজন অভিনেত্রী ছিলেন। যাকে বিশ্বসুন্দরীর খেতাব দেওয়া হয়েছিল। তবে তিনি বলিউডে সেভাবে পরিচিতি পাননি। হঠাৎ করেই হারিয়ে গিয়েছিলেন ইন্ডাস্ট্রি থেকে। তার উচ্চতা ৫.৯ ফুট।
বলিউডের সবথেকে লম্বা নায়িকা কে?
বলিউডের সবথেকে লম্বা নায়িকা ছিলেন যুক্তামুখী। ১৯৯৯ সালে তিনি বিশ্ব সুন্দরীর খেতাব জয় করেছিলেন। সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্য রাই বচ্চনদের মত এরপর তিনিও বলিউডে আসেন। ২০০১ সালে একটি তামিল সিনেমা দিয়ে তার অভিনয় কেরিয়ার শুরু হয়। এরপর ২০০২ সালে পেয়াসা সিনেমা দিয়ে তিনি বলিউডে পা রাখেন। এই সিনেমাতে তার সঙ্গে ছিলেন আফতাব শিবদাসানি। কিন্তু সিনেমাটি বক্স অফিসে তেমন চলেনি।
এরপর ২০০৬ সালে সঞ্জয় খান্নার কাঠপুতলি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি। কিন্তু সেই সিনেমাটিও ফ্লপ হয়েছিল। এবার কিছু ওড়িয়া এবং ভোজপুরি সিনেমাতে তাকে আইটেম সং নাচতে দেখা গিয়েছিল। ২০০৮ সালে তিনি অভিনয় ছেড়ে দেন। প্রিন্স তুলি নামের এক নিউইয়র্ক নিবাসী হোটেল ব্যবসায়ীকে বিয়ে করে নেন তিনি। বিয়ের পর দুই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু তার এই বিয়েটা সুখের হয়নি। বিয়ের কয়েক বছর পরে তিনি স্বামীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন।
আরও পড়ুন : ছোট থেকেই সিনেমা-সিরিয়ালে অভিনয়! কোথায় হারিয়ে গেলেন কাজল-অজয়ের মেয়ে?
আরও পড়ুন : কত টাকা পেলেন ইন্ডিয়ান আইডল বিজেতা মানসী? টাকা ছাড়াও আর কী কী পুরস্কার পেলেন?
অভিনেত্রী বলেন বিয়ের পরেও তার স্বামীর একাধিক নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল। পাশাপাশি তাকে যৌন নির্যাতনও করতেন প্রিন্স। তিনি ডিভোর্স চাইলেও প্রিন্স তাতে রাজি ছিলেন না। অবশেষে ২০১৪ সালের জুন মাসে তাদের ডিভোর্স হয়। তারপর তিনি ফিরে আসেন ভারতে এবং মুম্বাইয়ের একটি আশ্রমে গিয়ে দীক্ষা নেন অভিনেত্রী। ২০১৯ সালে তাকে রাজ মেহেতার গুড নিউজ সিনেমাতে অভিনয় করতে দেখা গিয়েছিল। এখন তিনি ছেলেদের নিয়ে মুম্বাইতে থাকেন। সেই সঙ্গে তিনি কিছু সমাজ সেবার সঙ্গে যুক্ত। আর ছোটখাটো সৌন্দর্য প্রতিযোগিতাতেও বিচারকের আসনে দেখা যায় তাকে।