বডিগার্ডকে কত টাকা বেতন দেন ঐশ্বর্য রাই বচ্চন?

ঐশ্বর্য রাই বচ্চন, একাধারে বিশ্ব সুন্দরী, বলিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে অন্যতম। সেই সঙ্গে আবার এখনো খাতায়-কলমে এখনও সুপারস্টার বচ্চন পরিবারের পুত্রবধু তিনি। স্বাভাবিকভাবেই তার সিকিউরিটি ব্যবস্থা মুখের কথা নয়। বাইরে কোথাও যেতে গেলেই কড়া প্রহরা নিতে হয় তাকে। ঐশ্বর্য রাইকে বাইরে এই নিরাপত্তা কে দেন জানেন? ঐশ্বর্য রাইয়ের বডিগার্ড কে? কত টাকা বেতন পান তিনি?

বলিউড তারকাদের বডিগার্ডদের সম্পর্কে এর আগে বহু তথ্য প্রকাশ্যে এসেছে। শাহরুখ খান, সালমান খান থেকে শুরু করে আমির খান, বড় বড় তারকাদের সঙ্গে সব সময় দেখা যায় তাদের। সিকিউরিটির বদলে প্রতিবছর বেশ মোটা অংকের টাকা তাদের দিতে হয় তারকাদের। ঐশ্বর্য রাই বচ্চনকে যিনি আগলাচ্ছেন সেই বডিগার্ডের নাম শিবরাজ। আজ থেকে নয়, বিগত বেশ কয়েক বছর ধরে তিনি ঐশ্বর্যের সঙ্গে ছায়ার মত থাকেন। শুধু বডিগার্ড নন, তার সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক খুবই ভালো।

Aishwarya Rai Bachchan

দীর্ঘদিন ধরেই বচ্চন পরিবারের নিরাপত্তা টিমের সদস্য হয়ে রয়েছেন শিবরাজ। তার প্রধান দায়িত্ব ঐশ্বর্যকে সিনেমার সেট, পাবলিক ইভেন্ট এবং আন্তর্জাতিক সফরের সময় নিরাপত্তা দেওয়া। আর এই কাজের জন্য তিনি যে কোন রকমের ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন সব সময়। তার এই নিষ্ঠার জন্য বচ্চন পরিবার তাকে খুব বিশ্বাস করে। ঐশ্বর্যের সঙ্গেও তার সম্পর্ক খুবই ভালো। ২০১৫ সালে ঐশ্বর্য তার বিয়েতেও গিয়েছিলেন।

আরও পড়ুন : প্রসেনজিৎ চ্যাটার্জির বডিগার্ডের বেতন কত?

Aishwarya Rai Bachchan`s Bodyguard

আরও পড়ুন : শাহরুখ খানের বডিগার্ড থেকে বলিউডের অভিনেতা, চমকে দেবে রণিত রায়ের জীবনের গল্প

সেলিব্রিটিদের বডিগার্ড হওয়া মুখের কথা নয়। তাদের সবসময় সতর্ক থাকতে হয়। শারীরিকভাবে ফিট থাকতে হয়। সব রকমের পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখতে হয়। আর এর জন্য অবশ্য ঐশ্বর্য উপযুক্ত পারিশ্রমিকও দেন শিবরাজকে। তিনি প্রত্যেক মাসে শিবরাজকে ৭ লক্ষ টাকা করে দেন। অর্থাৎ বছরে ৮৪ লক্ষ টাকা পেয়ে থাকেন শিবরাজ। টাকার এই অংকটা যে কোনও কর্পোরেট কর্মচারীর থেকে বেশি। তবে শিবরাজ একা নন। ঐশ্বর্যর নিরাপত্তা টিমের আরেক সদস্য রাজেন্দ্র ধোলের বছরে উপার্জন থাকে এক কোটি টাকার উপরে।