শুধু বলিউড কিংবা টলিউড নয়, এই বছর হলিউডেও একাধিক ধামাকা সিনেমা মুক্তি পাবে। ধুন্ধুমার একশন, Sci fi অ্যাডভেঞ্চার রোমাঞ্চ ধরাবে। বছরের প্রথম অর্ধের জন্যই ১০টি সিনেমা মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে হলিউড। এপ্রিল থেকে জুলাই মাসে মুক্তি পাবে একটার পর একটা ধামাকা সিনেমা। দেখে নিন কোন কোন সিনেমা রয়েছে এই তালিকায়। জেনে রাখুন কোনটির মুক্তির ডেট কবে।
থান্ডারবোল্টস : ২রা মে মুক্তি পাবে এই সিনেমাটি। মার্ভেলসের অ্যান্টি হিরোদের নিয়ে এই সিনেমা। যেখানে আন্টি হিরোরা একটি ভয়ঙ্কর মিশনে নামবেন এবং এই মিশনে তারা নিজেদের অতীতের অন্ধকার দিকের মুখোমুখি হবেন।
লিলো অ্যান্ড স্টিচ : এই সিনেমাটি মুক্তি পাবে মে মাসের ২৩ তারিখে। এটি মূলত একটি কমেডি সিনেমা তবে এতে একটি হার্ট টাচিং গল্প রয়েছে। যেখানে একটি ছোট্ট মেয়ে এবং তার পোষ্য এলিয়েনের মত একটি প্রাণী তার ভাঙ্গা পরিবারকে জোড়া লাগাবে কীভাবে সেটাই গল্প।
মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং : মে মাসের ২৩ তারিখে মুক্তি পাবে এই সিনেমা। মিশন ইম্পসিবল সিরিজের এটাই নাকি শেষ সিনেমা হতে চলেছে। যেখানে ইথানহান্ট এবং তার সহযোগীরা গাব্রিয়েলকে পরাজিত করবে।
ব্যালেরিনা : এই সিনেমা মুক্তি পাবে আগামী ৬ই জুন। এটি একটি মার্ডার মিস্ট্রি থ্রিলার। যেখানে একটি খুনি মহিলা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য একটার পর একটা কাণ্ড ঘটাবে।
হাউ টু ট্রেন ইওর ড্রাগন : জুন মাসের ১৩ তারিখে মুক্তি পাবে এই সিনেমা। হিক্কাপের সঙ্গে নাইট ফিউরি নামের ড্রাগনের বন্ধুত্ব থেকে দুজনে মিলে এক নতুন ভবিষ্যৎ গড়বে এই সিনেমায়।
২৮ ইয়ার্স লেটার : রেগ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কিছু মানুষ বেঁচে যায় এবং একটা ছোট্ট দ্বীপে থেকে যায়। এই দলেরই কিছু সদস্য এরপর এই ভাইরাসের আক্রমণের একটার পর একটা গোপন রহস্য উদঘাটন করবে। সিনেমাটি মুক্তি পাবে ২০শে জুন।
জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ : জুলাই মাসের ৪ তারিখের মুক্তি পাবে এই সিনেমা। যেখানে একটি অভিযানকারী দল তিনটি বিশাল প্রাগৈতিহাসিক প্রাণীর ডিএনএ সংগ্রহ করে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী সাফল্য এনে দেয়। তবে তার জন্য তাদের কী কী পরিস্থিতির মুখোমুখি হতে হবে জানতে হলে অবশ্যই দেখতে হবে এই সিনেমা।
আরও পড়ুন : দুর্বলরা ভুলেও দেখবেন না! রাতের ঘুম ওড়াবে এই ৮ হরর সিনেমা
সুপারম্যান : এই সিনেমাটি মুক্তি পাবে ১১ জুলাই।
দ্য ফ্যান্টাস্টিক ফোর : মার্ভেলের এই সিনেমাটি মুক্তি পাবে ২৫ শে জুলাই।
আরও পড়ুন : এপ্রিল মাসে মুক্তি পাবে কোন কোন সিনেমা? প্রকাশ্যে এল তালিকা
ফ্রিকার ফ্রাইডে : এই সিনেমাটি ৮ই আগস্ট মুক্তি পাবে।