April 2025 Bollywood Releases: ২০২৫ সালের এপ্রিল মাসের ৬টি মাস্ট ওয়াচ সিনেমা

২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক শেষ। চলে এসেছে এপ্রিল মাস। এই মাসে হলে মুক্তির অপেক্ষায় রয়েছে বেশ কিছু ধামাকা সিনেমা। সানি দেওল থেকে আর মাধবন, সঞ্জয় দত্ত, ইমরান হাশমি থেকে মৌনি রায়, পলক তিওয়ারিরা অপেক্ষা করে রয়েছেন সিনেমা হলে ধামাকা করার জন্য। বিভিন্ন স্বাদের সিনেমা মুক্তি পেতে চলেছে এই গোটা মাস জুড়ে। এক নজরে দেখে নিন সেই তালিকা। সঙ্গে জেনে নিন কোনটি কবে মুক্তি পাবে।

জাট : গদর ২ এর পর আবার বক্স অফিসে ধামাকা করতে আসছেন সানি দেওল। অ্যাকশন অবতারে জাট সিনেমাতে দেখা যাবে তাকে। এই সিনেমাতে সানির সঙ্গে অভিনয় করেছেন রণদীপ হুদা, সায়ামি খের, বিনীত কুমার সিং, রম্যা কৃষ্ণান, স্বরূপা ঘোষ। আগামী ১০ ই এপ্রিল এই সিনেমাটি সিনেমা হলে মুক্তি পাবে।

Akaal

আকাল : করণ জোহার প্রযোজিত এই হিন্দি-পাঞ্জাবি ঘরানার সিনেমাটি একটি পিরিয়ড ড্রামা যা খালসা যোদ্ধাদের জীবনের উপর বানানো হয়েছে। এই সিনেমাতে অভিনয় করেছেন গ্রিপ্পি গ্রেওয়াল। নিমরাত খাইরা, শিন্দা গ্রেওয়াল, গুরপীত ঘুগ্গিও রয়েছেন বিভিন্ন চরিত্রে। এই সিনেমাটি আগামী ১০ই এপ্রিল জাটের সঙ্গেই মুক্তি পাবে।

ফুলে : প্রখ্যাত সমাজকর্মী জ্যোতিবা ফুলে এবং তার স্ত্রী সাবিত্রী বাই ফুলের জীবনের উপর নির্মিত এই সিনেমাটি মুক্তি পাবে ১১ ই এপ্রিল। এই সিনেমাতে এই দুই স্বামী-স্ত্রী কীভাবে ইংরেজ আমলে মহিলাদের শিক্ষার অধিকার নিয়ে লড়াই করেছিলেন সেই গল্প ফুটে উঠবে। অভিনয় করেছেন প্রতীক গান্ধী এবং পত্রলেখা।

 Kesari 2

কেশরী ২ : বর্তমানে কেশরী ২ সিনেমাটিকে নিয়ে ব্যাপক চর্চা চলছে। অক্ষয় কুমার, অনন্যা পান্ডে এবং আর মাধবন অভিনীত এই সিনেমা আসলে একটি ঐতিহাসিক কোর্ট রুম ড্রামা। আইনজীবী সি শংকর নায়ারের জীবন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের উপর নির্মিত হয়েছে এই সিনেমা। সিনেমাটি ১৮ই এপ্রিল মুক্তি পাবে।

দ্য ভুত্নি : সঞ্জয় দত্ত, মৌনি রায়, সানি সিং এবং পলক তিওয়ারি অভিনীত এই সিনেমাটি একটি হরর কমেডি ছবি। এটি মুক্তি পাবে আগামী ১৮ই এপ্রিল।

আরও পড়ুন : হটস্টারের সেরা ১০ টি ওয়েব সিরিজ এবং সিনেমা, না দেখলেই হবে চরম লস

Ground Zero

আরও পড়ুন : দুর্বলরা ভুলেও দেখবেন না! রাতের ঘুম ওড়াবে এই ৮ হরর সিনেমা

গ্রাউন্ড জিরো : এই সিনেমাই হতে চলেছে এই মাসে বলিউডের অন্তিম রিলিজ। কাশ্মীরের প্রেক্ষাপটে নির্মিত সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমাটিতে ইমরান হাসমি অভিনয় করেছেন বিএসএফ কমান্ড্যান্টের চরিত্রে। এটি মুক্তি পাবে আগামী ২৫শে এপ্রিল।