৬০ পেরিয়েও ১৮ এর গ্ল্যামার! বয়স ধরে রাখতে এই ছোট্ট কাজ করেন মাধুরী দীক্ষিত

৬০ পেরিয়েও ১৮ এর গ্ল্যামার। বলিউড সুন্দরী মাধুরী দীক্ষিতকে দেখলে সত্যিই যেন চোখ ফেরানো যায় না। এই বয়সেও মাধুরীর চেহারায় গ্ল্যামার উপচে পড়ছে। অবশ্য এর জন্য যে তিনি খুব বেশি কিছু রূপচর্চার পেছনে খরচ করেন সেটা নয়। বরং ঘরোয়া উপকরণের উপরেই ভরসা রাখেন। আর প্রতিদিনের রূপচর্চায় একটি বিশেষ জিনিস তার লাগবেই লাগবে। সেটা হল গোলাপজল। এবং সেটা বাড়িতেই বানান মাধুরী।

মাধুরী জানিয়েছেন দীর্ঘ কুড়ি বছরের বেশি সময় ধরে তিনি গোলাপ জল ব্যবহার করছেন। এই গোলাপ জল তার চেহারার ক্লান্তির ছাপ দূর করে। ত্বকে এনে দেয় প্রাকৃতিক গোলাপি আভা। তবে বাজার চলতি গোলাপজল তিনি ব্যবহার করেন না। বাড়িতে বিশেষ পদ্ধতিতে তিনি গোলাপজল তৈরি করেন এবং বিশেষ পদ্ধতিতে তার ব্যবহার করেন চেহারায়। কী সেই পদ্ধতি? জানাবো আজকে।

Madhuri Dixit

বাড়িতে কীভাবে গোলাপজল বানান মাধুরী দীক্ষিত?

গোলাপ জল বানানোর জন্য মাধুরী দুই থেকে তিনটি টাটকা ফুলের পাপড়ি নেন। আর সেইসঙ্গে অর্ধেক কাপ মত শুকিয়ে রাখা গোলাপের পাপড়ি নেন। পাপড়িগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটি পাত্রে রেখে তার অর্ধেকটা জল দিয়ে ভর্তি করে নেন। এবার এই পাত্রটি ঢাকা দিয়ে কম আঁচে ৩০ মিনিট ফোটান। জলের রং গোলাপি হয়ে গেলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। তারপর এই জল ছেঁকে নিয়ে একটি স্প্রে বোতলে ভরে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় এক ঘন্টা। তবে এই গোলাপ জল সাত দিনের মধ্যেই ব্যবহার করে ফেলতে হবে। এর বেশিদিন ফ্রিজে রাখা যাবে না।

আরও পড়ুন : রূপে মাধুরী দীক্ষিতের থেকে কম নন! গুণে ‘ধকধক গার্ল’কেও টেক্কা দেবেন মাধুরীর সুন্দরী বোনেরা

Madhuri Dixit

আরও পড়ুন : ২০২৫ সালে বলিউডের সেরা ১০ সুন্দরী কারা? এক নজরে দেখুন তালিকা

গোলাপ জল দিয়ে কীভাবে রূপচর্চা করেন মাধুরী?

মাধুরী প্রথমে ভালো করে ক্লিনজিং মিল্ক কিংবা জল দিয়ে মুখটা পরিষ্কার করে নেন। যাতে মুখ থেকে অতিরিক্ত তেল এবং ময়লা দূর হয়ে যায়। তারপর নরম তোয়ালে দিয়ে মুখটা মুছে নিয়ে তিনি চুলায় করে অল্প পরিমাণ গোলাপ জলের টোনার নিয়ে ভালো করে মুখে লাগিয়ে রেখে দেন ১৫ মিনিটের জন্য। তিনি কিন্তু এই তুলো মুখে ঘষেন না। স্বাভাবিকভাবে শুকিয়ে যাওয়ার পর সিরাম ময়েশ্চারাইজার কিংবা সানস্ক্রিন যখন যেমনটা প্রয়োজন হয় মেখে নেন। বাইরে বেরোতে হলে এর উপর মেকআপ করে নেন। দিনের যেকোনো সময় গোলাপজল ব্যবহার করা যায়। মাধুরীর নিয়মে গোলাপজল ব্যবহার করলে সব থেকে বেশি উপকার পাবেন।