দুর্বলরা ভুলেও দেখবেন না! রাতের ঘুম ওড়াবে এই ৮ হরর সিনেমা

ভূতে বিশ্বাস করুন বা না করুন, ভূতের গল্পের মতো থ্রিল আপনি কোথাও পাবেন না। হলিউড থেকে বলিউড, এমন অসংখ্য ভুতের সিনেমা রয়েছে যেগুলোকে বলা হয় মাস্টারপিস। এরকম বেশ কিছু ভারতীয় হরর সিনেমা রাতের ঘুম উড়িয়ে দিতে পারে। এর মধ্যে কিছু কিছু সিনেমা আপনি একা বসে দেখতেও পারবেন না। এক নজরে দেখে নিন সেই সব ভয়ংকর ভূতের সিনেমার লিস্ট।

তুম্বাদ : ভারতের সর্বকালের সেরা ভয়ের সিনেমা হল দক্ষিণের তুম্বাদ। লোককথা, পুরাণের গল্প এবং সাইকোলজিক্যাল হররের অসাধারণ মেলবন্ধন এই সিনেমা। দর্শক থেকে সমালোচক সকলেই সিনেমাটিকে ১০০ তে ১০০ দিয়েছেন। আপনি এখন এই সিনেমাটি আমাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন।

Pari

পরি : অনুষ্কা শর্মা, পরমব্রত চ্যাটার্জী, ঋতাভরী চক্রবর্তী অভিনীত এই সিনেমাটিও আপনি একা বসে দেখতে পারবেন না। এটি বলিউডের সর্বকালের সেরা হরর সিনেমাগুলোর মধ্যে একটি। এখন এই সিনেমাটি আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন।

আমিষ : এটি একটি অসমীয়া রোমান্টিক হরর সিনেমা। আপনি এই সিনেমাটি সনি লিভে দেখতে পারবেন। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার যেখানে দেখানো হয় প্রেম কীভাবে নিষিদ্ধ কাজের দিকে ঠেলে দেয় মানুষকে। প্রেমের আবেশ কখন যে ক্যানিবালিজমে পরিণত হয়ে যাবে আপনি ধরতে পারবেন না।

Welcome Home

ওয়েলকাম হোম : এই সিনেমাটি নাগপুরের একটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে। সিনেমাটি এখন আপনি সনি লাইভে দেখতে পাবেন।

পিজ্জা : এই সিনেমার বাংলা সংস্করণ গল্প হলেও সত্যি। তবে হিন্দিতে এই সিনেমাটি না দেখলে চরম মিস করবেন। এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনি এই সম্পূর্ণ সিনেমাটি পেয়ে যাবেন।

13 B

১৩ বি : এটি একটি হরর থ্রিলার সিনেমা যেখানে অভিনয় করেছেন আর মাধবন। সিনেমাটি মুক্তি পেয়েছে বেশ কয়েক বছর আগে। কিন্তু এখনও দর্শকরা সিনেমাটি দেখলে দারুণ থ্রিল অনুভব করেন শুরু থেকে শেষ পর্যন্ত। অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনি এই সিনেমাটি পেয়ে যাবেন।

ডিবুক : এই সিনেমাটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এজরা সিনেমার রিমেক। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন ইমরান হাশমি এবং নিকিতা দত্ত। বর্তমানে এই সিনেমাটি আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন।

আরও পড়ুন : সাসপেন্স ওড়াবে ঘুম! এই ৭ সাইকো থ্রিলার ছবি আপনার ব্রেন নিয়ে খেলবে

Chhorii

আরও পড়ুন : বলিউডের সবথেকে ভয়ঙ্কর ৯ সিনেমা, যেগুলো ভুলেও একা দেখবেন না

ছোরি : এই সিনেমার প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ৫ বছর আগে। ২০২৫ সালে এই সিনেমার পরবর্তী পার্ট বেরোবে। তার আগে যদি প্রথম পার্ট দেখে নিতে চান তাহলে অ্যামাজন প্রাইম ভিডিওতে আপনি এই সিনেমাটি পেয়ে যাবেন।

বুলবুল : লোককথা এবং ভুতুড়ে রহস্যের অসাধারণ মিল আপনি পেয়ে যাবেন এই সিনেমায়। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন তৃপ্তি দিমরি। নেটফ্লিক্সে আপনি এই সিনেমাটি খুঁজে পেয়ে যাবেন।