উকিল থেকে প্রফেসর! বলিউড নায়িকাদের মায়েরা কে কতদূর শিক্ষিত?

বলিউডে উচ্চশিক্ষিত নায়ক এবং নায়িকা খুবই কম সংখ্যক রয়েছেন। কেউ টেনেটুনে মাধ্যমিক, কেউ বড়জোর উচ্চমাধ্যমিক। কলেজ উত্তীর্ণ হয়েছেন এমন সংখ্যাটা হাতে গোনা। তবে জানেন কি বলিউডে এমন বেশ কিছু নায়িকা রয়েছেন যাদের মায়েরা কিন্তু উচ্চশিক্ষিতা। এদের মধ্যে কেউ উকিল, তো কেউ অধ্যাপনার পেশায় রয়েছেন। এক নজরে দেখে নিন বলিউডের সেইসব উচ্চ শিক্ষিতা মায়েদের নাম।

১. সোনি রাজদান : মহেশ ভাটের দ্বিতীয় স্ত্রী তথা আলিয়া ভাটের মা সোনি রাজদান। তিনি একজন দক্ষ সিনেমা পরিচালক। তিনি সারাংশ, রাজির মত সিনেমা বানিয়েছেন। ছোটবেলা থেকেই তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত এবং সিনেমা ও অভিনয় নিয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে।

Kriti Sanon Mother

২. গীতা স্যানন : ইনি বলিউড অভিনেত্রী কৃতি স্যাননের মা। তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেছেন। গীতা দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা।

৩. সুমিত্রা পেডনেকর : বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকরের মা সুমিত্রা পেডনেকর। ভূমির বাবা সতীশ পেডনেকর অতিরিক্ত ধূমপানের কারণে খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন। তারপর থেকে সুমিত্রা ধূমপান বিরোধী কর্মী হিসেবে কাজ করেন।

Babita Kapoor

৪. ববিতা কাপুর : করিনা কাপুর এবং করিশমা কাপুরের মা ববিতার সম্পর্কে প্রায় সকলেই জানেন। ববিতা একসময় বলিউডের বেশ দাপুটে অভিনেত্রী ছিলেন। কিন্তু বিয়ের পর তিনি অভিনয় ছেড়ে দেন।

৫. আশিমা শর্মা : বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার মা আশিমা। তিনি কোনদিনও চাকরি করেননি। তবে গৃহবধূ হিসেবে অনুষ্কা এবং তার ভাইকে মানুষ করেছেন।

Deepika Padukone Mother

৬. উজ্জ্বলা পাড়ুকোন : দীপিকা পাড়ুকোনের মা উজ্জ্বলা পাড়ুকোন ট্রাভেল এজেন্ট হিসেবে কাজ করেছেন। দীপিকা সোশ্যাল মিডিয়াতে মাঝেমধ্যেই তার মায়ের কথা তুলে ধরেন। মা এবং বাবাই তার জীবনের আসল শক্তি।

৭. জেনেভিভ আদবানি : ইনি কিয়ারা আদবানির মা। ইনি একজন শিক্ষিকা এবং সমাজকর্মী হিসেবে কাজ করেন।

আরও পড়ুন : স্ত্রী ২ এর পর এই হরর ইউনিভার্সে আর কোন কোন সিনেমা আসবে? কোনটির মুক্তি কবে?

Disha Patani Mother

৮. পদ্মা পাটানি : পদ্মা পাটানি দিশা পাটানির মা। তিনি উত্তরপ্রদেশের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কাজ করছেন।

৯. সুজান টারকোট : ক্যাটরিনা কাইফের মা সুজান। তিনি একজন ব্রিটিশ আইনজীবী। ছোট থেকেই তিনি তার ৭ মেয়েকে একা মানুষ করেছেন। মেয়েদের স্বাবলম্বী হওয়ার পাঠ দিয়েছেন।

আরও পড়ুন : জ্যোতিষের কথায় ওঠেন-বসেন! অ্যাস্ট্রোলজি মেনে চলেন বলিউডের এই তারকারা

Shraddha Kapoor Mother

১০. শিবাঙ্গী কাপুর : শিবাঙ্গী কাপুর শ্রদ্ধা কাপুরের মা। তিনি শক্তি কাপুরের স্ত্রী। প্রথম জীবনে তিনি অভিনেত্রী এবং গায়িকা ছিলেন। কিন্তু বিয়ের পর তিনি সব ছেড়ে দেন এবং শুধু সংসার করতে শুরু করেন।