উলটপালট টিআরপিতে বিরাট চমক! সবাইকে টপকে বেঙ্গল টপার এই সিরিয়াল

বৃহস্পতিবার দুপুর মানেই টিআরপি তালিকা প্রকাশের সময়। বাংলা সিরিয়ালগুলো কে কেমন ফলাফল করছে, কোন সিরিয়াল দর্শকরা কতটা দেখছেন সবকিছু এই টিআরপি থেকেই জানা যায়। এই টিআরপি আসলে বাংলা সিরিয়ালগুলোর সাপ্তাহিক রিপোর্ট কার্ড। স্টার জলসা ও জি বাংলা, টিআরপির সেরা ১০ এর লড়াইতে মূলত এই দুই চ্যানেলের রেষারেষি চোখে পড়ে। এক নজরে দেখে নিন এই সপ্তাহে কোন সিরিয়াল কত নম্বর পেল। দেখুন কে হল বেঙ্গল টপার।

এই সপ্তাহে টিআরপি তালিকায় বেঙ্গল টপার হল কে?

বিগত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহেও বেঙ্গল টপারের আসন ধরে রইল জি বাংলার পরিণীতা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.২। এই সিরিয়ালের বিপরীতে এতদিন স্টার জলসার উড়ান সেভাবে চান্স পায়নি। কিন্তু পরিণীতাকে টেক্কা দেওয়ার জন্য স্টার জলসায় এসে গিয়েছে পরশুরাম। প্রথম সপ্তাহে এই সিরিয়াল সেরা ৫ এর মধ্যে চলে এসেছে। আগামী দিনে পরিণীতাকে টপকে বেঙ্গল টপার হওয়া পরশুরামের পক্ষে অসম্ভব কিছু না।

Parineeta

কোন কোন সিরিয়াল টিআরপির সেরা ৫ এর মধ্যে রইল?

প্রথম, দ্বিতীয় ও তৃতীয়, এই তিনটি পজিশন রইল জি বাংলার দখলে। জগদ্ধাত্রী পেয়েছে ৬.৮ নম্বর। রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে জি বাংলার ফুলকি। পেয়েছে ৬.৬ নম্বর। চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে রাঙামতি এবং পরশুরাম। দুটি সিরিয়াল যৌথভাবে ৬.৩ নাম্বার পেয়েছে। পঞ্চম স্থানেও রয়েছে এই দুটি সিরিয়াল। স্টার জলসার কথা এবং জি বাংলার কোন গোপনে মন ভেসেছে। এই দুটি সিরিয়াল পেয়েছে ৫.৯ নম্বর।

আরও পড়ুন : চূড়ান্ত নোংরামি চলছে! অবিলম্বে জি বাংলার সিরিয়াল বন্ধ করার দাবি তুললেন দর্শকরা

Grihoprobesh

আরও পড়ুন : পার্শ্বচরিত্র করতে করতে পেলেন নায়িকার রোল! কীভাবে অভিনয়ে এলেন মিঠিঝোরার রাই?

সেরা দশের মধ্যে জায়গা পেল আর কোন কোন সিরিয়াল?

এছাড়া সেরা দশের মধ্যেই ষষ্ঠ স্থানে রয়েছে গৃহপ্রবেশ। প্রাপ্ত নম্বর ৫.৮। সপ্তম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার এবং গীতা এলএলবি। এই দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭। চিরদিনই তুমি যে আমার কিন্তু গীতাকে কড়া টেকা দিচ্ছে। সেরা ৫ থেকে গীতার নম্বর ক্রমশ কমছে। অষ্টম স্থানে রয়েছে চিরসখা। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৫। অনুরাগের ছোঁয়া এবং রোশনাই ৫.২ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছে। মিত্তির বাড়ি ৪.৭ নম্বর পেয়ে দশম স্থানে আছে।