চূড়ান্ত নোংরামি চলছে! অবিলম্বে জি বাংলার সিরিয়াল বন্ধ করার দাবি তুললেন দর্শকরা

ফের বাংলা সিরিয়ালের বিরুদ্ধে রেগে আগুন হলেন দর্শকরা। এবার তাদের ক্ষোভের মুখে রয়েছে জি বাংলার মিঠিঝোরা সিরিয়ালটি। বিগত বেশ কিছুদিন ধরেই এই সিরিয়ালের ট্র্যাক দেখে দর্শকরা চরম অসন্তুষ্ট। কিন্তু এবার সিরিয়ালটিতে যা দেখানো হল সেসব দেখে দর্শকদের চক্ষু চড়কগাছ। বিশেষ করে নিলু এবং অনির্বাণের মধ্যে যে সম্পর্ক দেখানো হচ্ছে এখন সেটা মোটেই মানতে পারছেন না দর্শকরা।

রাইয়ের সংসার ভাঙতে নীলু তার বাড়িতে এসে হাজির। সে শুধু অনির্বাণের কাছাকাছি যাওয়ার সুযোগ খুঁজছে বারবার। সম্প্রতি এই সিরিয়ালের একটি প্রোমো শেয়ার করেছে জি বাংলা। তাকে দেখা যাচ্ছে নীলু দৌড়ে এসে রাইকে বলছে, “দিদিভাই অনির্বাণদা আমার শরীরের উপর জোর খাটানোর চেষ্টা করেছে। এই সময় যেকোনো মেয়ে আমার পাশে থাকবে। তুই থাকবি না আমার পাশে?” শুনে রাই বলে, “নিজের ভালোবাসাকে অবিশ্বাস করতে বলছিস নীলু?”

mithijhora

নীলু বলে, “আমার উপর হওয়া অন্যায়টাও তো সত্যি।” রাই তখন নিজের মনে বলে ওঠে, “কী করবো আমি? একদিকে আমার নিজের বোন, অন্যদিকে আমার সন্তানের বাবা। কাকে বেছে নেব আমি?” এরপরই দেখা যায় বাড়িতে অনির্বাণকে নিয়ে ঢুকছে পুলিশ। অনির্বাণ বলছে, “রাই আমি কোনও দোষ করিনি।” আরও একটি প্রোমোতে দেখানো হয়েছে অনির্বাণ রাতে ল্যাপটপ নিয়ে বসার ঘরে কাজ করছিল। নীলু তখন সেখানে চলে আসে। জামাইবাবুর হাতে হঠাৎ করেই হাত রাখে সে। অনির্বাণও নীলুর গায়ে হাত রাখে। এরপর দুজনেই দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

আরও পড়ুন : পার্শ্বচরিত্র করতে করতে পেলেন নায়িকার রোল! কীভাবে অভিনয়ে এলেন মিঠিঝোরার রাই?

mithijhora

আরও পড়ুন : ছেলে-বৌমার হানিমুনে সঙ্গী শাশুড়ি! ফের বিতর্কের মুখে ‘চিরসখা’

হঠাৎই ঘরের মধ্যে ঢুকে পড়ে রাই। তখন নীলু বলে, “ঘুম আসছিল না তাই অনির্বাণদার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম।” এতকিছুর পরেও নীলুর চরিত্রের কোনও বদল নেই। সে এখনও রাইয়ের সংসার ভাঙতে মরিয়া। নিলু অনির্বাণকে রাইয়ের জীবন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে‌। সেই সঙ্গে অন্তঃসত্ত্বা রাইয়ের ক্ষতি করতে চাইছে যাতে সে তার সন্তানের মুখ না দেখতে পারে। আর এইসব দেখেই দর্শকরা বেজায় চটেছেন। তাদের দাবি সম্পর্ক নিয়ে এইসব নোংরামি এবার বন্ধ হোক। এগুলো সমাজে বাজে প্রভাব ফেলছে। কেউ কেউ বলছেন ভালো কিছু গল্প নেই তো অবিলম্বে এই সিরিয়াল বন্ধ করা হোক।