Parineeta Controversy : ‘পরিণীতা’র রায়ান নায়ক নাকি খলনায়ক?

বর্তমানে বেঙ্গল টপার সিরিয়ালটি হল পরিণীতা ‌। জি বাংলার এই সিরিয়ালের টিআরপি দিনে দিনে বেড়েছে এবং এখন সর্বোচ্চ স্থানে রয়েছেন। ধারাবাহিকের মুখ্য দুই চরিত্র পারুল এবং রায়ান। এই দুটি চরিত্রে অভিনয় করছেন ইশানী চ্যাটার্জী এবং উদয় প্রতাপ সিং। সম্প্রতি এই ধারাবাহিক দেখে নায়কের উপর বেজায় চটে গিয়েছেন দর্শকরা। উঠছে গল্প বদলানোর দাবী। বিশেষ করে রায়ান চরিত্রটিকে একেবারেই আর সহ্য করতে পারছেন না দর্শকদের একাংশ।

শুরু থেকেই এই সিরিয়ালে নায়ক এবং নায়িকাকে একে অপরের শত্রু দেখানো হয়েছে। সেই মত রায়ান ও তার বন্ধুরা মিলে পারুলের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। বিশেষ করে রায়ানের চরিত্রটা দর্শকদের দু চোখের বিষে পরিণত হচ্ছে দিন দিন। দর্শকদের মতে এমন একটি চরিত্র নায়ক কীভাবে হতে পারে? ভিলেনের মধ্যে যতগুলো দোষ থাকে, সবই রয়েছে রায়ানের মধ্যে। তাই দর্শকরা বলছেন রায়ান আসলে ভিলেনের ছদ্দবেশী গুপ্তচর। কেন এমনটা বলছেন তারা?

Parineeta

আসলে সিরিয়াল শুরু হওয়ার পর থেকেই নায়কের একের পর এক কীর্তি দেখে দর্শকদের চোখ কপালে উঠেছে। কখনো তাকে দেখা গিয়েছে বন্ধুদের সঙ্গে মিলে রাগিং করতে। শুরু থেকেই সে নায়িকার জীবন নষ্ট করতে উঠে পড়ে লেগেছিল। এরপরেও অবশ্য শোধরাইনি সে। বিয়ের পরেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক রাখে। পারুলের সঙ্গে দুর্ব্যবহার করে। এসব দেখে দর্শকরা বলছেন রাগিং এর মত এত বড় একটা অপরাধ করেছে যে, সে কীভাবে নায়ক হতে পারে? এমন নায়ক না থাকলেও সিরিয়াল দিব্যি চলতে পারত।

আরও পড়ুন : জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড ২০২৫: কে কোন পুরস্কার পেল?

Parineeta

আরও পড়ুন : সেলাইয়ের কাজ করে মানুষ করেছেন মা! ‘পারুল’ ঈশানীর জীবনের কাছে সিরিয়ালের গল্প ফেল

আবার কেউ কেউ বলছেন এই সিরিয়ালের যাবতীয় কৃতিত্ব শুধুই পারুলের। তার বুদ্ধি, সাহস আর সংযম না থাকলে এতদিনে গল্প অন্যদিকে ঘুরে যেত। কেউ কেউ বলছেন যদি কখনও বাংলা সিরিয়ালের সবথেকে বাজে নায়কের নির্বাচন হয় তাহলে রায়ান সেই পুরস্কার পাবে। দর্শকদের একাংশের মতে পারুলের দাপটে গল্প এগোচ্ছে। রায়ানের সেখানে অস্তিত্ব নেই। নায়ক এখানে নামেই রয়েছে। আসল কাজ তো করে দেখাচ্ছে নায়িকা পারুলই।