হুবহু ঐশ্বর্য রায়ের ডুপ্লিকেট! পাকিস্তানের নকল ঐশ্বর্যকে দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। পাকিস্তানের তরুণী কনওয়াল চীমা দেখতে হুবহু ঐশ্বর্য রাইয়ের মত। তাকে এক নজরে দেখলে অনেকেই বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন বলে ভুল করছেন। আর এই পাকিস্তানি সুন্দরীও ঐশ্বর্য রাই বচ্চনের ডুপ্লিকেট হওয়ার পূর্ণ সুযোগ নিচ্ছেন। মোটা বেতনের চাকরি ছেড়ে এখন নকল ঐশ্বর্য হিসেবেই প্রচারে রয়েছেন তিনি। আজ আপনাদের সঙ্গে আলাপ করাবো তার।
নকল ঐশ্বর্য হিসেবে প্রচার পাচ্ছেন পাকিস্তানের কনওয়াল চীমা
এই পাকিস্তানি সুন্দরীর জন্ম ইসলামাবাদে। অবশ্য তার জন্মের পরই তার বাবা-মা তাকে নিয়ে সৌদি আরবের রিয়াধে চলে যান। ছোটবেলাটা তার সেখানেই কেটেছে। এখানকারই একটি স্কুলে তিনি দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। তারপর তার পরিবার আবার পাকিস্তানে চলে আসে। কলেজের পড়া শেষ করে তিনি পাকিস্তানের একটি সংস্থায় কাজ শুরু করেছিলেন। সেখান থেকে বেশ মোটা অংকের টাকাও আয় হত তার। এরপর তিনি বিয়েও করেন।
চাকরি ছেড়ে শুরু করেন ব্যবসা
মোটা টাকার চাকরি করলেও সেখান থেকে শান্তি পাচ্ছিলেন না কনওয়াল। তাই তিনি চাকরি ছেড়ে ব্যবসা শুরু করেন। তার স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের পাশে পেয়েছিলেন তিনি তার এই নতুন জার্নিতে। ব্যবসার পাশাপাশি তিনি সমাজসেবার কাজেও যুক্ত হন। পাকিস্তানের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি সমাজ সেবামূলক প্রচার চালান। পরে তিনি নিজেও একটি স্বেচ্ছাসেবী সংস্থা গড়ে তোলেন। তার এই সংস্থা দুস্থ মানুষদের সাহায্য করে। সেই সঙ্গে বক্তা হিসেবেও তার অনেক জনপ্রিয়তা রয়েছে।
আরও পড়ুন : ঐশ্বর্যের জন্য ঠকিয়েছিলেন প্রেমিকাকে! এই অভিনেত্রীকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেন অভিষেক বচ্চন
আরও পড়ুন : গ্রে ডিভোর্স নিচ্ছেন অভিষেক-ঐশ্বর্য! গ্রে ডিভোর্স আসলে কি?
কিন্তু ইদানিং ঐশ্বর্য রাই বচ্চনের ডুপ্লিকেট হিসেবে কনওয়ালের প্রচার চলছে। এটা তার মোটেই পছন্দ নয়। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি একবার জবাব দেন, “আপনি তো আমার বক্তৃতা শোনেন। আমি কার মত দেখতে সেটা আমার পরিচয় হওয়া উচিত নয়। আমার কর্মই আমার পরিচয় বহন করবে।” যদিও পাকিস্তানের ঐশ্বর্য হিসেবে ইদানিং কনওয়ালের জনপ্রিয়তা কিন্তু তুঙ্গে। সোশ্যাল মিডিয়াতে ৮৬,০০০ এর বেশি ফলোয়ারস রয়েছেন তার।