যোগ্যতা থাকতেও কাজ দেয় না টলিউড। গডফাদার না থাকলে মেলে না কাজ? সত্যজিৎ রায়ের বায়োপিক ‘অপরাজিত’ সিনেমায় ক্যামেরাম্যান সুব্রত মিত্রের চরিত্রে অভিনয় করে দর্শকদের ভুয়সী প্রশংসা পেয়েও টানা ১ বছর কাজ পাননি দেবাশীষ রায়। অথচ তার অভিনয়ে কিন্তু কোনও খামতি নেই। নিজের যোগ্যতা অপরাজিতসহ আরও বেশ কিছু সিনেমাতে প্রমাণ করেছেন দেবাশীষ। তাও কেন কাজ পাচ্ছেন না তিনি?
দেবাশীষ রায়ের ফিল্মি কেরিয়ার
দেবাশীষ এর আগে টলিউডের বিভিন্ন সিনেমাতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বাচ্চা শ্বশুর, ব্রহ্মা জানে গোপন কম্মোটি, দ্বিতীয় পুরুষ ইত্যাদি। কিন্তু ‘অপরাজিত’ সিনেমাতে তিনি নিজেকে প্রকাশ করার সুযোগ পান। স্বর্ণযুগের প্রখ্যাত ক্যামেরাম্যান তথা সত্যজিৎ রায়ের সহকর্মী সুব্রত মিত্রের ভূমিকায় তার অভিনয় দেখে দর্শকরা খুবই প্রশংসা করেছিলেন। তখনই দেবাশীষ ভেবে নেন তিনি আর ছোটখাটো চরিত্র করবেন না। অভিনয়ের প্রতি তার খিদে বাড়তে থাকে।
চরম হতাশা গ্রাস করেছিল দেবাশীষকে
কিন্তু ‘অপরাজিত’র পর এক বছর কেটে গেলেও তিনি আর কাজ পাচ্ছিলেন না। ১ বছর পর তথাগত মুখার্জির ‘পারিয়া’তে কাজের সুযোগ পান দেবাশীষ। তবে তার আগে মানসিকভাবে খুবই ভেঙে পড়েন অভিনেতা। একটা সময় অভিনয় ছেড়ে দেওয়ার কথাও মাথায় এসেছিল তার। বারবার ভেঙে পড়লেও ধৈর্য হারাননি দেবাশীষ। সুপারস্টারদের হাতেও তো ৩০ দিনই কাজ থাকে না। এই ভেবে সান্ত্বনা দিয়েছিলেন মনকে। এই সময় পাশে পান পরিবারকে। যারা তার অনেক বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন।
আরও পড়ুন : ডিভোর্সের পরই অন্তঃসত্ত্বা নবনীতা! জিতু কমলের প্রাক্তন স্ত্রীকে নিয়ে শোরগোল নেটপাড়ায়
View this post on Instagram
আরও পড়ুন : নবনীতা অতীত! নতুন প্রেমে পড়েছেন জিতু কমল, প্রেমিকার সঙ্গে দিলেন ছবি
দেবাশীষের ঝুলিতে এখন একাধিক সিনেমা রয়েছে
অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন দেবাশীষ। শীঘ্রই তাকে দেখা যাবে রাপ্পা রায় ডট কম, খাকি, পারিয়া ২ এর মত সিনেমাগুলোতে। রাপ্পার আবার দ্বিতীয় পার্টও আসবে। গডফাদার নয় নিজের ট্যালেন্টে বিশ্বাসী তিনি। সেই বিশ্বাসেই তিনি লড়াইয়ের ময়দানে টিকে আছেন। তিনি একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন যারা তার মত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাবেন তাদের সামনে দুটো রাস্তা খোলা থাকবে। এক অবসাদে নেশাগ্রস্ত হয়ে বাকি জীবনটা শেষ করে ফেলা। দুই, কেন কাজ পাচ্ছি না সেটা খুঁজে বের করা। কঠিন সময়ের মধ্যেও দেবাশীষের আত্মবিশ্বাস হারায়নি। তাইতো এখন তার হাতে রয়েছে একটার পর একটা বড় বড় সিনেমার কাজ। তিনি তার নিজের জীবন দিয়েই তার মতও আরও অনেক অভিনেতাকে অনুপ্রেরণা যোগাচ্ছেন।