অপেক্ষা ছিলই। বুধবার সকাল সকাল সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন জি বাংলার ‘নিম ফুলের মধু’ সিরিয়ালের মৌমিতা। দ্বিতীয়বার মা হলেন মানসী সেনগুপ্ত। এর আগে তার একটি কন্যা সন্তান ছিল। দ্বিতীয়বারেও কন্যা সন্তানই চেয়েছিলেন মানসী। তার সেই ইচ্ছে পূরণ হল কি? দ্বিতীয়বার মানসীর ছেলে হল না মেয়ে? জানালেন অভিনেত্রী।
পুত্র সন্তানের জন্ম দিলেন মানসী সেনগুপ্ত
মেয়ে নয়, দ্বিতীয়বার এক ফুটফুটে পুত্র সন্তানের মুখ দেখলেন মানসী। বুধবার সকালে সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ফটো কার্ড শেয়ার করেন। তাতে একটা ছোট্ট বাচ্চার নীল রঙে আঁকা একজোড়া পায়ের ছাপ ছিল। সেই সঙ্গে লেখা It’s a Baby Boy। এই খবরে খুবই খুশি হলেন নেট নাগরিকরা। সুখবর শোনার জন্যই তারা অপেক্ষা করছিলেন অধীর আগ্রহে।
মার্চ মাসেই মানসীর সন্তানের জন্ম নেওয়ার কথা ছিল। নির্দিষ্ট দিনের আগে অভিনেত্রী হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন তিনি। কাঁদো কাঁদো মুখে জানিয়েছিলেন হাসপাতালে তাকে যা খাবার দেওয়া হচ্ছে সেগুলো তার একেবারেই পছন্দ হচ্ছে না। বিশেষ করে তাকে দুধ খেতে দেওয়া হয়েছে। আর সেটা খেতে গিয়েই তিনি বুঝতে পেরেছেন কেন তার মেয়ে দুধ খেতে চায় না।
আরও পড়ুন : স্বামীকে কেন লুকিয়ে রাখেন মানসী সেনগুপ্ত? বরের সঙ্গে কেমন সম্পর্ক অভিনেত্রীর?
View this post on Instagram
আরও পড়ুন : বোল্ডনেসের সীমা অতিক্রম করলেন মানসী সেনগুপ্ত, শাড়ি ব্লাউজ খুলে দিলেন খোলামেলা ছবি
মানসীর প্রথম প্রেগনেন্সিতে কিছু কম্প্লিকেশন ছিল। প্রিম্যাচিউর বেবির জন্ম দিয়েছিলেন তিনি। তাই দ্বিতীয়বার তাকে অনেকটা সাবধানে থাকতে হয়েছে। যদিও প্রেগন্যান্সির পাঁচ মাস পর্যন্ত অভিনেত্রী শুটিং ফ্লোরে গিয়েছেন। নিম ফুলের মধুর পর কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে তাকে দেখা গিয়েছিল কিছুদিনের জন্য। কিন্তু সন্তানের কথা ভেবে তিনি ব্রেক নিয়ে নেন কাজ থেকে। দ্বিতীয়বারের প্রেগনেন্সি নিয়ে খুবই খুশি ছিলেন অভিনেত্রী। আসলে তার মাত্র কিছুদিন আগেই স্বামীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়েছিল তার। এমনকি তাদের ডিভোর্সের খবর রটে গিয়েছিল। অবশেষে সব মান-অভিমান ভুলে মানসী আবার আরও সুখের সংসারে পা দিলেন। তার দ্বিতীয় সন্তানই বলতে গেলে স্বামীর সঙ্গে ঘুঁচিয়ে দিল তার সব দূরত্ব।