সৌরভ চ্যাটার্জী এবং অলিভিয়া মালাকার, দুজনেই স্টার জলসা কথা সিরিয়ালের অভিনেতা। গল্পসূত্রে দুজনে স্বামী-স্ত্রী। কথা এবং এভির জুটির পাশাপাশি নীলাদ্রি এবং প্রিয়ার জুটিটাকেও দর্শকরা বেশ পছন্দ করেন। তবে সিরিয়ালের পর্দায় দুজনের মধ্যে মিল নেই তেমন। কিন্তু রিলে না থাকুক, রিয়েলে নাকি এই দুজনের মধ্যে সম্পর্ক দারুণ। শুধু দারুণ বললে ভুল হয়, দুজনে নাকি প্রেম করছেন। সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু ছবি দেখে দুয়ে দুয়ে চার করছেন নেট নাগরিকরা।
কথা সিরিয়ালে কথার দাদা নীলাদ্রির ভূমিকাতে অভিনয় করছেন সৌরভ। যে কিনা পেশায় একজন সরকারি চাকরিজীবী। তার স্ত্রী প্রিয়ার চরিত্রে অভিনয় করছেন অলিভিয়া। যিনি সিরিয়ালের নায়ক অগ্নিভের বোন। সিরিয়ালে অবশ্য নীলাদ্রি এবং প্রিয়ার মধ্যে একটুও প্রেম নেই। বরং বিয়ের পর স্বামীকে সহ্য করতে পারত না প্রিয়া। এখনো দুজনের মধ্যে রোমান্স দেখানো হয়নি গল্পে। তবে সেই অভাব সোশ্যাল মিডিয়াতে রোমান্টিক মুহূর্ত শেয়ার করে পূরণ করে দিলেন এই দুই তারকা।
সোমবার অলিভিয়া একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতে যার থেকে শুরু হয়েছে এই জল্পনা। সৌরভের সঙ্গে বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। তাতে শাহরুখ খানের রাবনে বানা দি জোড়ি সিনেমার টাইটেল ট্রাকের কথা ধার করে ক্যাপশন লেখেন ‘তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু’। এই পোস্টের কমেন্টে অনেকেই অনেক রকম প্রশ্ন করতে শুরু করলেন এরপর।
আরও পড়ুন : তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসবেন আমির খান! আমিরের নতুন প্রেমিকা কত সুন্দরী দেখুন
View this post on Instagram
আরও পড়ুন : বাংলাদেশী নায়িকারা কে কত টাকা নেন? কার পারিশ্রমিক সবথেকে বেশি?
অবশেষে অনুরাগীদের এত প্রশ্নের জবাব সংবাদ মাধ্যমে দিলেন সৌরভ। তিনি বলেছেন, “যে ছবি নিয়ে এত কথা হচ্ছে সেটা স্টার জলসা পরিবারের অনুষ্ঠানের ছবি। পর্দার সমস্ত জুটি এখানে যোগ দিয়েছিলেন। আমরাও যোগ দিয়েছি। সমাজ মাধ্যমে ভাগ করে নেব বলে কয়েকটি ছবিও তুলেছি। এর বেশি কিছু নয়।” তিনি আরো বলেছেন, “জানিনা কেন এ ধরনের প্রশ্ন হচ্ছে। কেনই বা চর্চা হচ্ছে। তবে বলতে পারি সেটে এবং সেটের বাইরে আমি আর অলিভিয়া ভালো বন্ধু। বন্ধুত্বের বাইরে আমাদের মধ্যে আর কিছু নেই।”