সম্প্রতি অনুষ্ঠিত হলো ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড স্টাইল অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ ২০২৫। ১৭ ই মার্চ কলকাতায় বাইপাসের ধারে একটা পাঁচ তারা হোটেলে এই অনুষ্ঠানটি হয়েছে। রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলী, যশ দাশগুপ্ত, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী থেকে শুরু করে জয়া আহসান, বাংলা থেকে বহু তারকাই পেলেন পুরস্কার। কাকে কোন পুরস্কার দেওয়া হল? দেখে নিন এক নজরে।
ফিল্মফেয়ার গ্ল্যামার এন্ড টাইল অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গ ২০২৫ কে কোন পুরস্কার পেলেন?
ফ্যাশনের উদীয়মান মুখ হিসেবে মহিলাদের মধ্য থেকে পুরস্কার উঠলো অঙ্গনার রায়ের হাতে। পুরুষের বিভাগে এই পুরস্কার পেলেন শন বন্দোপাধ্যায়। বর্ষসেরা হট স্টেপার হিসেবে পুরুষ বিভাগে পুরস্কার পেলেন অর্জুন চক্রবর্তী। অন্যদিকে মহিলা বিভাগে এই পুরস্কার গেল রুক্মিণী মৈত্রের হাতে। ওম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্টেন্স বিভাগে পুরস্কার পেলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ম্যান অফ স্টাইল অ্যান্ড সাবস্টেন্স বিভাগে পুরস্কার পেলেন আবির চট্টোপাধ্যায়।
এরপর আছে ফিট এন্ড ফেবুলাস বিভাগ। এই বিভাগে মহিলাদের মধ্য থেকে পুরস্কার গেল পাওলি দামের হাতে। পুরুষ বিভাগে পুরস্কার পেলেন টোটা রায়চৌধুরী। মোস্ট গ্লামারাস ইয়ুথ আইকন পুরস্কার পেলেন বিক্রম চট্টোপাধ্যায়। এই পুরস্কারের মহিলা বিভাগে পুরস্কার পেলেন সৌরসেনী মৈত্র। মোস্ট স্টাইলিশ স্টার হিসেবে মহিলা বিভাগে পুরস্কার পেলেন শুভশ্রী গাঙ্গুলী। এই বিভাগে পুরুষদের ক্ষেত্রে পুরস্কার উঠল জিৎ-এর হাতে।
এরপর দ্য আল্টিমেট ডিভা টাইমলেস বিউটি বিভাগে পুরস্কার পেলেন রূপা গাঙ্গুলী। ট্রাডিশনাল কুইন অফ দা ইয়ার বিভাগে পুরস্কার পেলেন জয়া আহসান। ফ্যাশন রিস্ক টেকার অফ দা ইয়ার বিভাগে পুরস্কার পেলেন মনামী ঘোষ। স্টাইল আইকন পুরুষ বিভাগে পুরস্কার পেলেন প্রসেনজিৎ চ্যাটার্জী। স্টাইল আইকন মহিলা বিভাগে পুরস্কার পেলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেড কার্পেট লুক অফ দা ইয়ার। পুরুষ বিভাগে পুরস্কার পেলেন অঙ্কুশ হাজরা। রেড কার্পেট লুক অফ দা ইয়ার মহিলা বিভাগে পুরস্কার পেলেন ঐন্দ্রিলা সেন।
আরও পড়ুন : সিরিয়াল ছেড়ে সিনেমায় পা! টলিউডে পা দেবেন বাংলা সিরিয়ালের এই নায়ক
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
মোস্ট গ্লামারাস স্টার হিসেবে পুরস্কার পেলেন কোয়েল মল্লিক। পুরুষ বিভাগে এই পুরস্কার উঠলো দেবের হাতে। মোস্ট ফ্যাশনেবল স্টার কাপল হিসেবে পুরস্কার পেলেন নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত। মোস্ট ফ্যাশনেবল স্টার পুরুষ বিভাগের পুরস্কার পেলেন পরমব্রত চ্যাটার্জি এবং মহিলা বিভাগে পেয়েছেন রাইমা সেন। বছরের সেরা ট্রেন্ড সেটার পুরস্কার পেলেন মিমি চক্রবর্তী। স্পোর্টস আইকন হিসেবে পুরস্কার পেয়েছেন সৌরভ গাঙ্গুলী এবং মোস্ট স্টাইলিস্ট ডিরেক্টর হিসেবে পুরস্কার পেলেন রাজ চক্রবর্তী। আল্টিমেট ডিভা গায়িকা হয়েছেন উষা উত্থুপ।