মাত্র এক বছর বয়সেই অভিনয় শুরু! রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর মেয়ে ইয়ালিনী চক্রবর্তীকে নিয়ে এখন সোশ্যাল মিডিয়া তোলপাড়। ইয়ালিনী নাকি অভিনয় করছেন স্টার জলসার গৃহপ্রবেশ সিরিয়ালে। বৃহস্পতিবার রাত থেকেই হঠাৎ এই খবর রটে যায় সোশ্যাল মিডিয়ায়। বাবার প্রযোজনা সংস্থার ধারাবাহিক দিয়েই নাকি একরত্তি ইয়ালিনীর অভিষেক হল অভিনয়ে। কেউ কেউ বলছেন মায়ের মতই অভিনেত্রী হওয়ার পথে পা বাড়ালো ছোট্ট ইয়ালিনী। সত্যিই কি তাই?
আসলে বিগত বেশ কিছুদিন ধরেই ইয়ালিনী রয়েছে খবরে। এতোটুকু বয়সেই মায়ের সঙ্গে ফটোশুট, ফ্যাশান শুট শুরু করে দিয়েছে সে। ক্যামেরার সামনে একদমই ভয় পায় না ইয়ালিনী। আবার রাজ চক্রবর্তীও সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে বলেছেন খুব বড় কিছু একটা খবর তিনি দেবেন। তার মধ্যেই সোশ্যাল মিডিয়া এবং শুভশ্রীর মেয়ের অভিনয়ে আসার খবর ছড়িয়ে পড়ল। স্টার জলসার গৃহপ্রবেশ সিরিয়ালে আদৃত এবং শুভলক্ষ্মীর ছেলে ভূমিকাতে নাকি অভিনয় করছে সে।
আসলে গৃহপ্রবেশ সিরিয়ালে গত কয়েকদিন ধরে একটি ছোট্ট শিশুকে দেখা যাচ্ছে। তার চেহারার সঙ্গে নাকি রাজ এবং শুভশ্রীর মেয়ের মিল রয়েছে। তারপর থেকেই নেট মাধ্যমে এই খবর ছড়াতে শুরু করে। তবে আসল ঘটনা ফাঁস করলেন ধারাবাহিকের নায়িকা উষসী চক্রবর্তী। তিনি জানিয়েছেন যে শিশুটিকে তাদের সিরিয়ালে দেখা যাচ্ছে তার নাম শিবা। সে একটি ছেলে। তার বয়স এক বছর ছয় মাস। দর্শকরা কীভাবে যে শিবার সঙ্গে ইয়ালিনীকে মিশিয়ে ফেলছেন সেটা বুঝতে পারছেন না উষসী।
আরও পড়ুন : ‘কৃষ্ণা’ অতীত! ‘নিম ফুলের মধু’র পর নতুন সিরিয়ালে ফিরলেন অরিজিতা মুখোপাধ্যায়
আরও পড়ুন : নতুন নায়কের এন্ট্রি হল গৃহপ্রবেশে! গল্পে আসছে দারুণ টুইস্ট
অন্যদিকে এই গুঞ্জন রাজ এবং শুভশ্রীর কানেও গিয়েছে। রাজ এই প্রসঙ্গে বলেছেন এরকম কিছুই হচ্ছে না। ইয়ালিনীর নামে কেউ মিথ্যে খবর ছড়িয়েছে। আর রাজ এর আগেও বলেছিলেন তার দুই ছেলেমেয়ে ইয়ালিনী এবং ইউভান বড় হয়ে যা হতে চাইবে সেটাই হবে। এই বিষয়ে তাদের পূর্ণ স্বাধীনতা রাজ এবং শুভশ্রী দেবেন।