আপনি কি সাসপেন্স-থ্রিলারের ভক্ত? তাহলে নিশ্চয়ই মালায়ালাম ছবি আপনার হট ফেভারিট লিস্টে থাকবে। কারণ মালায়ালাম ইন্ডাস্ট্রি বহুবার মাস্টারপিস সব সাসপেন্স-থ্রিলার তুলে ধরেছে দর্শকদের সামনে যেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ব্রেন নিয়ে খেলে। এরকমই একটি সিনেমা মুক্তি পায় ২০২৪ সালে। যার নাম গোলাম। একে শুধু মাস্টারপিস বললে ভুল হবে, এমন সিনেমা হলিউডকেও মাত দিচ্ছে, বলছেন দর্শকরা। কী আছে এই সিনেমায়? কেনই বা দেখবেন? জানুন।
২০২৪ এর সেরা সাসপেন্স থ্রিলার সিনেমা গোলাম
২০২৪ সালের ৭ই জুন প্রথম সিনেমা হলে মুক্তি পায় এই সিনেমাটি। সিনেমাটির পরিচালনা করেছেন সামজাদ এবং গল্প লিখেছেন প্রবীণ বিশ্বনাথ সামজাদ। আর এই সিনেমাতে অভিনয় করেছেন রঞ্জিব সঞ্জীব, দিলীপ পোথান এবং সানি ওয়েনের মত অভিনেতারা। এই সিনেমার বিশেষত্ব এর অসাধারণ গল্প এবং গল্পের সঙ্গে পাল্লা দিয়ে অভিনেতাদের অভিনয়। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমার গল্পটিতে এত টুইস্ট রয়েছে যে আপনাকে চোখের পলক ফেলতে দেবে না।
গোলাম সিনেমার গল্প কী?
সম্পূর্ণ সিনেমাটি একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। একটি অফিসের এমডিকে খুন করে কেউ বা কারা। তার নিজের অফিসেই পাওয়া যায় তার লাশ। পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে অনুমান করে এটি একটি দুর্ঘটনা। কিন্তু গল্প যত এগোয় ততই বাড়ে রহস্যের গন্ধ। দুর্ঘটনা নয়, এটা ছিল একটা পূর্বপরিকল্পিত খুন। সেই রহস্যের জট ছাড়াতে গিয়ে একটার পর একটা নতুন রহস্য জড়িয়ে পড়ে পুলিশ। ২ ঘন্টার এই সিনেমা একবার দেখতে বসলে আপনি শেষ না করে উঠতে পারবেন না।
আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ১০ নতুন ওয়েব সিরিজ
আরও পড়ুন : ২০২৫ জুড়ে ওটিটিতে ধামাকা! হইচইতে মুক্তি পাবে ২০ টি নতুন ওয়েব সিরিজ
কোথায় দেখবেন গোলাম?
সিনেমা হলে ভালো ব্যবসা করার পর এবার ওটিটিতেও চলে এসেছে গোলাম। এখন আমাজন প্রাইম ভিডিওতে দেখা যাচ্ছে এই সিনেমাটি। আইএমডিবিতে এই সিনেমার রেটিং ৭.২। দোলের এই মরশুমে বাড়িতে বসেই যদি কিছু ফুল সাসপেন্স সিনেমা দেখতে চান তাহলে এখনই অ্যামাজন প্রাইম ভিডিও খুলে দেখতে বসে পড়ুন গোলাম।