কথায় কথায় ডাবল মিনিং! সবার সামনে শোনা যাবে না হোলির এই গানগুলো

ভোজপুরি গান ও মিউজিক অ্যালবাম এখন গোটা দেশে বেশ জনপ্রিয়। ভোজপুরি সুপারস্টারদের বিভিন্ন মিউজিক ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়। হোলি নিয়েও অসংখ্য গান রয়েছে ভোজপুরিতে। তবে বেশ কিছু মিউজিক অ্যালবামের হোলির গান শুনতে খুবই অশ্লীল লাগে। এসব গানের কথাগুলো বুঝলে রীতিমত লজ্জা পেতে হবে আপনাকে। দেখুন এই তালিকায় কোন কোন গান রয়েছে যেগুলো ভিড়ের মধ্যে সবার সামনে একেবারেই শোনা যাবে না।

লহে লহে রঙাব সলবরবা

ভোজপুরি সুপারস্টার পবন সিংয়ের এই গানটি সবার সামনে একেবারেই শুনবেন না। ২০২১ সালে মুক্তি পেয়েছিল এই গানটি। মুক্তির পর প্রচুর ভিউও পায়। পবন সিং এবং ডিম্পল সিং এই গানটিতে পারফর্ম করেছিলেন। ৯ কোটি ২০ লক্ষের বেশি ভিউ পেয়েছে এই গান। তবুও এই গান সবার সামনে শোনা যায় না।

ভিজ জালা ভিতর লে

খেসারি লাল যাদব এবং অনিশা পান্ডের এই গানটিও হোলি স্পেশাল, তবুও সবার সামনে শুনলে লজ্জা পাবেন। গানের কথার মানেগুলো বুঝলে দ্বিতীয়বার সবার সামনে শোনার আগে দশবার ভাববেন।

দুনো পুয়া

এটি ভোজপুরি হোলি স্পেশাল গানগুলোর মধ্যে অন্যতম। অশ্লীলতার দিক থেকেও টেক্কা দেবে অন্যান্য গানকে। ২০২৫ সালে হোলির ঠিক একমাস আগে এই গানটি মুক্তি পায়। শুধু গানটি নয়, গানের মধ্যে যে নাচের স্টেপগুলো রয়েছে, সেগুলোও আপনি সবার সামনে বসে দেখতে পারবেন না।

আবা না চোলী মে রং ডলবা লা

খেসারি লাল যাদব, পবন সিং, কাজল রাঘবানী, অক্ষরা সিং এবং স্মৃতি সিনহা, বড় বড় ভোজপুরি তারকাদের নিয়ে ২০১৫ সালে মুক্তি পেয়েছিল এই হোলির গানটি। এটি আসলে ‘প্রতিজ্ঞা ২’ নামের একটি সিনেমার গান ছিল। ৯ বছরে এই গানটি ১৬৭ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে। গানের কথা যতই অশ্লীল হোক না কেন, এই গানের জনপ্রিয়তা কিন্তু আজও তুঙ্গে।

আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ১০ নতুন ওয়েব সিরিজ

আরও পড়ুন : দোলের মজা হবে দ্বিগুণ!হোলিতে পরিবারের সঙ্গে বসে দেখুন এই ৫ সিনেমা

 

হোলি মে সিস্টেম

অরবিন্দ অকেলা কাল্লুর এই গানটি ইউটিউবে, ইনস্টাগ্রামে, ফেসবুকে সব জায়গাতেই পাবেন আপনি। এই গানের উপর অনেক রিল ভিডিও রয়েছে। অরবিন্দের সঙ্গে শিল্পী রাজ এই গানটি গেয়েছেন। গানের কথাগুলোর ডবল মিনিং রয়েছে। তাই এয়ারফোন ছাড়া ভুলেও এই গান সবার সামনে শুনতে যাবেন না।