টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী বর্তমানে বাংলা সিনেমার অন্যতম একজন দাপুটে অভিনেতা। তথাকথিত হিরো তিনি নন, বরং হিরোর চেয়ে অনেক বেশি তার দক্ষতা। সেই ২০০৭ সাল থেকে ২০২৫ পর্যন্ত ঋত্বিক বহুবার নিজেকে ভেঙেচুরে পর্দার সামনে উপস্থাপন করেছেন এমনভাবে যে তাক লাগিয়ে দিয়েছেন দর্শকদের। এহেন জাত অভিনেতার অভিনয় যাত্রাটাও কম ইন্টারেস্টিং নয়।
২০০৭ সালে পাগল প্রেমী সিনেমার হাত ধরে টলিউডে প্রবেশ করেছিলেন ঋত্বিক চক্রবর্তী। তারপর একে একে অঞ্জন দত্তের চলো লেটস গো, ক্রস কানেকশনের মাধ্যমে তার পরিচিতি বাড়তে শুরু করে। এছাড়াও আরও অনেক ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা পেতে শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে বাকিটা ব্যক্তিগত, নির্বাক, সাহেব বিবি গোলাম, বিবাহ ডায়রিজ, নগর কীর্তন, জ্যেষ্ঠ পুত্র, ভিঞ্চি দা, পরিণীতা, রাজলক্ষ্মী ও শ্রীকান্ত, টেকো, ধর্ম যুদ্ধ, সন্তান আরও কত কি। এইসব ছবি তিনি তার যোগ্যতা দিয়ে অর্জন করেছিলেন। টলিউডে তার কোনও গডফাদার ছিল না।
ঋত্বিক চক্রবর্তী অভিনয়ে আসার আগে সেলসে চাকরি করতেন। তার পেশা ছিল মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। কিন্তু অভিনয়ের প্রতি ভালবাসা তাকে চাকরি ছাড়তে বাধ্য করে। ছোটবেলা থেকেই তিনি অভিনয় করতে ভালোবাসতেন। অনেক কম বয়স থেকে থিয়েটার করতে শুরু করেন ঋত্বিক। তবে টলিউডে পা রাখার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বড় বড় পরিচালকরা তাকে নিয়ে কাজ করতে চান। খোদ মৃণাল সেন তার শব্দ ছবিটি দেখে বলেছিলেন, “আমার যদি শরীর একটু ভালো থাকতো, তোমায় নিয়ে কাজ করতাম।”
আরও পড়ুন : বিয়ের রাতেই ৪ সন্তানের মা হয়েছেন! কবিতা কৃষ্ণমূর্তির জীবনের এই ঘটনা কেউ জানেন না
View this post on Instagram
আরও পড়ুন : মারণ রোগে ভেঙেছে শরীর! কেমন আছেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী?
এভাবেই সারা জীবন প্রচুর মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা অর্জন করেছেন ঋত্বিক। বাস্তব জীবনেও তিনি খুবই মাটির মানুষ। তিনি অত্যন্ত নম্র স্বভাবের মানুষ। ২০১৩ সালে তিনি বিয়ে করেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাসকে। তার স্ত্রী অপরাজিতাও একজন অভিনেত্রী। বহু সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে অপরাজিতা স্টার জলসার চিরসখা সিরিয়ালে অভিনয় করছেন।