‘কৃষ্ণা’ অতীত! ‘নিম ফুলের মধু’র পর নতুন সিরিয়ালে ফিরলেন অরিজিতা মুখোপাধ্যায়

সদ্য শেষ হয়েছে নিম ফুলের মধু। এই সিরিয়ালের তারকারা এখন নতুন নতুন সিরিয়ালে অভিনয় করছেন। এরই মধ্যে নায়ক সৃজন ওরফে রুবেল দাসকে জি বাংলার নতুন সিরিয়াল তুই আমার হিরোর নায়কের চরিত্রে দেখছেন দর্শকরা। এবার সৃজনের মা কৃষ্ণা ওরফে অরিজিতা মুখোপাধ্যায়কে দেখা যাবে স্টার জলসার নতুন একটি সিরিয়ালে। কোন সিরিয়ালের হাত ধরে আবার টিভির পর্দায় ফিরছেন অরিজিতা?

স্টার জলসার এই সিরিয়ালে অভিনয় করবেন অরিজিতা মুখোপাধ্যায়

ইতিমধ্যেই স্টার জলসার তেঁতুল পাতা সিরিয়ালে অভিনয় করতে শুরু করেছেন অরিজিতা। এখানে অতিথি শিল্পী হিসেবে কিছুদিনের জন্য দেখা যাবে তাকে। পূবালী পুরকায়স্থ নামের একটি দারুণ ইন্টারেস্টিং চরিত্র পেয়েছেন তিনি। অভিনেত্রী হিসেবে এর আগেও বহুবার নিজের জাত চিনিয়েছেন অরিজিতা। প্রত্যেকবারই তার কাছ থেকে নতুন কিছু পাওয়া যায়। পূবালী পুরোকায়স্থ নামের একজন ইন্সপেক্টরের ভূমিকাতে এখন তেঁতুল পাতায় দেখা যাচ্ছে তাকে। যার চোখ নয়, সিসিটিভি।

 Arijita Mukhopadhyay

তেঁতুল পাতা সিরিয়ালের বর্তমান গল্প

আসলে কোকো, মোমো এবং মিষ্টির বাবা ছেলে মেয়েকে তার মামা বাড়ি থেকে নিয়ে যেতে চায়। কিন্তু ঋদ্ধি তার বোনের শেষ চিহ্ন এই তিনটে বাচ্চাকে কিছুতেই ছাড়তে চায় না। এই তিনটে বাচ্চাই তেঁতুল পাতা বাড়ির প্রাণ। ঋদ্ধি এবং ঝিল্লি তাই প্রাণপণে চেষ্টা করছে যাতে কোকো, মোমো এবং মিষ্টিকে তাদের কাছেই রাখা যায়। আর তাছাড়া কোকো, মোমো ও মিষ্টির বাবা মোটেও সুবিধার মানুষ নন। অন্যদিকে আদালত ঝিল্লি এবং ঋদ্ধিকে এই তিনটে বাচ্চার কাস্টডি দেওয়ার আগে বাবা-মা হিসেবে নিজেদের প্রমাণ করার একটা সুযোগ দিয়েছে। ঝিল্লি এবং ঋদ্ধির সম্পর্ক কেমন, বাচ্চাদের সঙ্গে তারা কেমন ব্যবহার করে, সেইসবের উপর চোখ রাখতেই পূবালী পুরকায়স্থর এন্ট্রি হল।

আরও পড়ুন : টিআরপির লোভে হিংস্রতা মাত্রা ছাড়াচ্ছে! বাংলা সিরিয়ালের বিরুদ্ধে অভিযোগ দর্শকদের

আরও পড়ুন : হয়ে গেল অন্তিম শুটিং! ১০ মাসেই বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

কখনও মিঠাই সিরিয়ালে দুঁদে রাজনীতিবিদ, কখনও নিম ফুলের মধুর দজ্জাল শাশুড়ি বাবুর মা তথা কৃষ্ণা, আর এখন তেঁতুল পাতার পূবালী পুরকায়স্থ, অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রত্যাশা অনেকখানি বাড়িয়ে দিচ্ছেন অরিজিতা। নিম ফুলের মধু বন্ধ হওয়ার পর তাকে আবার নতুন সিরিয়ালে দেখে দর্শকরাও খুবই খুশি। তার আগমন সিরিয়ালের গল্পে আপাতত কিছুদিন নতুন মাত্রা যোগ করবে বলেই দর্শকরা আশাবাদী।