অজয় দেবগন নন, এই বিবাহিত অভিনেতাকে বিয়ে করতে চেয়েছিলেন তাবু

৫০ পেরিয়েও অবিবাহিত বলিউড অভিনেত্রী টাবু। একটা সময় বহু অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল তার। বলিউড থেকে দক্ষিণ, নামিদামি অভিনেতাদের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত বিয়ের পিঁড়িতে কেন বসলেন না টাবু? বলিউডের এই অভিনেত্রীর জীবনে রয়েছে অনেক গোপন সিক্রেট। আসলে টাবুর প্রেমিকেরা বারবার বিশ্বাসঘাতকতা করেছিলেন তার সঙ্গে। তাই আজ ৫৩ বছর বয়সেও টাবু অবিবাহিত।

টাবুর প্রথম প্রেমিক সঞ্জয় কাপুর

বলিউডে পা রাখার পর সঞ্জয় কাপুরের সঙ্গে টাবুর প্রেম হয়। কিন্তু টাবুর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই সঞ্জয় মাহিপ কাপুরের সঙ্গে গোপনে মেলামেশা শুরু করেন। টাবুর কানে সেই খবর পৌঁছতেই তিনি সঞ্জয়ের সঙ্গে ব্রেকআপ করে নেন। এরপর দিব্যা ভারতীর সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে সম্পর্কে জড়ান টাবু। কিন্তু দিব্যার মৃত্যুর শোক ভুলতে পারছিলেন না সাজিদ। টাবু তাকে বিয়ে করতে চাইলেও সাজিদ বিয়েতে রাজি ছিলেন না। কাজেই এই সম্পর্কটাও ভাঙ্গে টাবুর।

Tabu And Nag Arjuna

টাবু এবং নাগার্জুনার সম্পর্ক

একটা সময় পর বলিউডের পাশাপাশি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেও টাবু কাজ করতে শুরু করেন। তখন দক্ষিণের সুপারস্টার নাগার্জুনার সঙ্গে বেশ কিছু সিনেমা করেছিলেন তিনি। আর এই সিনেমা করতে করতেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ১০ বছর লিভ ইনে ছিলেন তারা। কিন্তু নাগার্জুন ছিলেন বিবাহিত। টাবুকে তিনি স্ত্রীর মর্যাদা দিতে পারেননি। ১০ বছর এই সম্পর্কে থাকার পরে যখন নাগার্জুনা তার স্ত্রী অমলাকে ডিভোর্স দিলেন না তখন টাবু এই অবৈধ সম্পর্কের অবসান ঘটিয়ে আলাদা হয়ে যান। তারপর থেকে টাবু একাই জীবন অতিবাহিত করছেন।

আরও পড়ুন : জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী জড়িয়েছেন দেহ ব্যবসায়! অন্ধকারে কোথায় হারিয়ে গেলেন শ্বেতা বসু প্রসাদ

Tabu And Nag Arjuna

আরও পড়ুন : সব নায়িকাকে ছেড়ে কেন জয়াকেই বিয়ে করলেন অমিতাভ বচ্চন?

অজয় দেবগনের জন্য নাকি প্রেম টিকলো না টাবুর

একটা সময় বলিউড অভিনেতা অজয় দেবগনের সঙ্গেও টাবুর সম্পর্ক নিয়ে বেশ চর্চা চলেছিল। কিন্তু তার কোনও ভিত্তি ছিল না। আসলে টাবু এবং অজয় ছিলেন ছোটবেলার বন্ধু এবং খুবই ভালো বন্ধু। একবার মজা করে টাবু বলেন অজয়ের জন্যই নাকি তার প্রেম হলো না। বন্ধুর জন্যই নাকি তাকে অবিবাহিত থাকতে হল। এর কারণ হিসেবে তিনি বলেছিলেন ছোটবেলায় তাদের তিন বন্ধুর একটা টিম ছিল। যখনই তিনি কোনও প্রেমে পড়তেন, অজয় এবং আরেক বন্ধু মিলে টাবুর প্রেমিককে ভয় দেখাতেন। তবে কারণ যাই হোক না কেন, ৫৩ বছরেও টাবু বিয়ে করেননি এমনকি ভবিষ্যতে বিয়ে করার কোনও পরিকল্পনাও তার নেই।