সব নায়িকাকে ছেড়ে কেন জয়াকেই বিয়ে করলেন অমিতাভ বচ্চন?

কেন সব নায়িকাকে ছেড়ে জয়া ভাদুড়িকে বিয়ে করলেন অমিতাভ বচ্চন? জয়ার কোন গুণ সবথেকে বেশি পছন্দ হয়েছিল অমিতাভের? অমিতাভ বচ্চনের সঙ্গে একসময় বলিউডের একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে বাংলার মেয়ে জয়াকেই জীবনসঙ্গিনী করে নিয়েছিলেন তিনি। কেন জানেন? বিয়ের ৫০ বছর পর সেই রহস্য ফাঁস করেন অমিতাভ।

জয়া বচ্চন এবং অমিতাভ বচ্চনের প্রেম কীভাবে শুরু হয়?

১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির সেটে জয়া এবং অমিতাভের প্রথম দেখা হয়। একসঙ্গে বেশ কিছু সিনেমাতে কাজও করেছিলেন তারা। তারমধ্যে জঞ্জুর, চুপকে চুপকে, শোলে অন্যতম। জয়ার সঙ্গে অভিনয় করার আগে অমিতাভ সেভাবে সাফল্য পাচ্ছিলেন না ইন্ডাস্ট্রিতে। জয়া তার জীবনে আসতেই ধীরে ধীরে তার উন্নতি হয়। এরপর দুজনের প্রেম হয়। তারপর ১৯৭৩ সালের ৩রা জুন তাদের বিয়েটা হয়।

Why Amitabh Bachchan Married Jaya Bhaduri

আরও পড়ুন : বিয়ের রাতেই ৪ সন্তানের মা হয়েছেন! কবিতা কৃষ্ণমূর্তির জীবনের এই ঘটনা কেউ জানেন না

জয়াকে কেন বিয়ে করেছিলেন অমিতাভ?

কৌন বনেগা ক্রোড়পতিতে অমিতাভ বলেছিলেন জয়ার লম্বা এবং কালো চুল দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। জয়ার অমন চুল তিনি খুব পছন্দ করতেন। অমিতাভ এটাও বলেন বিয়ের পর তিনি জয়ার সঙ্গে প্রত্যেক বছর করবা চৌথের উপবাস পালন করতেন। বিয়ের মাত্র ১ বছরের মাথায় তাদের প্রথম সন্তান শ্বেতার জন্ম হয়। তারপর তাদের কোলে আসেন অভিষেক। মাঝে রেখাকে নিয়ে কিছু সমস্যা দেখা দিলেও ৫২ বছরের দাম্পত্য কাটিয়ে ফেললেন অমিতাভ এবং জয়া।

আরও পড়ুন : বিয়ে করলেও কেন বিনোদ মেহেরার সঙ্গে সংসার করতে পারেননি রেখা?

Why Amitabh Bachchan Married Jaya Bhaduri

আরও পড়ুন : দুটো বিয়ে বাবার! কী হয়েছিল অমিতাভ বচ্চনের সৎ মায়ের?

রেখা এবং অমিতাভ বচ্চনের প্রেম

জয়া বচ্চনকে বিয়ে করার পরই রেখার সঙ্গে অমিতাভের সম্পর্ক গড়ে ওঠে। দো আনজানের ছবির শুটিং করার সময় দুজনের সম্পর্ক গভীর হয়। জয়াকে লুকিয়ে নাকি রেখার সঙ্গে দেখাও করতে যেতেন অমিতাভ। তাদের সম্পর্কটা বলিউডের ওপেন সিক্রেট ছিল। কিন্তু এই খবর জয়ার কানে পৌঁছাতেই তিনি রুখে দাঁড়ান। রেখাকে জয়া বুঝিয়ে দিয়েছিলেন তিনি অমিতাভকে ছাড়বেন না। অমিতাভও পরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।