সাসপেন্স ওড়াবে ঘুম! এই ৭ সাইকো থ্রিলার ছবি আপনার ব্রেন নিয়ে খেলবে

আপনি কি সাসপেন্স, থ্রিলার পছন্দ করেন? তাহলে দক্ষিণের এই ৭ টি সিনেমা শুধুই আপনার জন্য। হরর ছবির ভয় ভুলে যাবেন এই কয়েকটি সাইকো থ্রিলার সিনেমা দেখলে। কারণ এই সিনেমাগুলো আপনার ব্রেন নিয়ে খেলবে। এই সিনেমাগুলোর কিছু কিছু দৃশ্য আপনার মাথা ঘুরিয়ে দেবে। তালিকা দেখে এখনই শুরু করুন দেখা।

১. মণিচিত্রথাজু : ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত মোহনলাল, সুরেশ গোপী, শোভনা অভিনীত এই সিনেমাটি সেরা সাইকো থ্রিলার সিনেমাগুলির মধ্যে অন্যতম। এই সিনেমারই হিন্দি সংস্করণ ভুলভুলাইয়া এবং বাংলা সংস্করণ রাজমহল। মণিচিত্রথাজু সিনেমাটি সাইকো থ্রিলার ছবির মধ্যে এতটাই এগিয়ে যে একের পর এক বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয় এবং প্রত্যেকবার হিট হয়।

Rorschach

২. রোশচ : এই সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা মামুট্টি, সারাফউদ্দিন, জগদীশ এবং আরো অনেকে। ডিজনি প্লাস হটস্টারে আপনি এই সাইক্রোথ্রিলার সিনেমাটি দেখতে পারবেন।

৩. ফরেনসিক : ২০২০ সালে মুক্তি পায় এই সিনেমাটি। মুখ্য ভুমিকাতে অভিনয় করেছেন টোবিনো থমাস‌, মমতা মোহন দাস, সেজু কুরুপ। এখন আপনি এই সিনেমাটি জি ফাইভে দেখতে পারবেন।

Athiron

৪. আথিরন : ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটির গল্প একটি মেন্টাল আসাইলামকে কেন্দ্র করে ছিল। মুখ্য ভূমিকাতে অভিনয় করেন ফাহাদ ফাসিল এবং সাই পল্লবী। সিনেমাটি থ্রিলার প্রেমীদের খুবই পছন্দের। এই সিনেমাটি এখন আপনি জিও হটস্টারে দেখতে পারবেন।

৫. ট্রান্স : ২০২০ সালে এই সিনেমাটি মুক্তি পায়। ফাহাদ হাসিল, গৌতম বাসুদেব মেনন, দিলীপ পোথন, নাজিরিয়া নাজিম অভিনয় করেছেন এই সিনেমায়। অ্যামাজন প্রাইম ভিডিওতে এখন এই সিনেমাটি পাওয়া যাবে।

আরও পড়ুন : ১৯ টা ছবি ফ্লপ! বছরের শুরুতেই হাঁড়ির হাল টলিউডের

Munnariyippu

৬. মুন্নারিয়িপ্পু : ২০১৪ সালে মুক্তি পায় এই সিনেমাটি যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন জবকি নেদুমুদি বেনু, প্রতাপ পোথন, শ্রী রামান, এবং আরো অনেকে। আপনি এই সিনেমাটি এখন অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পারবেন।

আরও পড়ুন : হোলির ছুটি জমজমাট! এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাবে ৬ টি নতুন সিনেমা

৭. লেভেল ক্রস : ২০২৪ সালে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। আসিফ আলি, অমলা পাল, শরাফ য়ু ধীন অভিনয় করেছেন এই সিনেমাতে। এই সিনেমাটিও আপনি অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবেন।