একের পর এক ফ্লপ সিনেমা! বিধ্বস্ত টলিউড। ২০২৫ সালের শুরুতেই বক্স অফিসে মুখ থুবড়ে পড়লো ১৯ টি বাংলা সিনেমা। ২০২৪ এর ডিসেম্বরের রিলিজ ‘খাদান’ আর ‘সন্তান’ ছাড়া আর একটি সিনেমার দিকেও ঘুরে তাকাচ্ছেন না দর্শকরা। এতগুলো সিনেমা মুক্তি পেলেও সেভাবে আয় কোথায়? মাথায় হাত সিনেমা নির্মাতাদের। বেড়েই চলেছে ফ্লপের তালিকা।
২০২৫ সালের ফ্লপ বাংলা সিনেমার তালিকা
বছরের শুরুতেই ফ্লপের তালিকায় গিয়েছে ‘তুরুপের তাস’, ‘অপরিচিত’, ‘ফেলুবক্সী’, ‘ঝুমুর’, ‘অমরসঙ্গী’, ‘যদি এমন হতো’, ‘বাবুসোনা’, ‘পরিচয় গুপ্ত’ থেকে ‘গ্রিস আমাদের দেশ না…’, ‘ধ্রুবর আশ্চর্য জীবন’, ‘ভাগ্যলক্ষ্মী’, ‘পাটালীগঞ্জের পুতুলখেলা’ বা ‘মায়ানগর’। বছরের প্রথম ৩ মাসেই ১৯ টা সিনেমা ফ্লপ দিয়ে ওপেনিং হল টলিউডের। সৃজিত মুখার্জীর ‘সত্যি বলতে সত্যি কিছু নেই’ ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছে জাতীয় স্তরের মাল্টিপ্লেক্সে। ‘এই রাত তোমার আমার’ এর ব্যবসার অঙ্ক ৫০ লাখের নিচে। আর রুক্মিণী মৈত্রর বিনোদিনী? সেই ছবির আয় মোটের উপর ৩২ লক্ষ টাকা।
এপ্রিল ও মে মাসে মুক্তি পাবে কোন কোন বাংলা সিনেমা?
এপ্রিলে মুক্তি পাবে ’কিলবিল সোসাইটি’, ‘পুরাতন’, ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’, ‘আড়ি’সহ আরও ৩টি সিনেমা। মে মাসে আসছে ‘আমার বস’। কেবল সত্যি বলতে সত্যি কিছু নেই, এই রাত তোমার আমার এবং বিনোদিনী কিছুটা ব্যবসা এগিয়েছে যাকে এভারেজ বলা যেতে পারে। গোটা বছর কী অপেক্ষা করে আছে টলিউডের ভাগ্যে? এখন থেকেই এই প্রশ্ন দানা বাঁধছে সিনেমা নির্মাতাদের মনে। তবে ২০২৫ জুড়ে কিন্তু বেশ কিছু হেভি ওয়েট সিনেমা মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে।
আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স, এই সপ্তাহে নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ১০ নতুন ওয়েব সিরিজ
আরও পড়ুন : হটস্টারের সেরা ১০ টি ওয়েব সিরিজ এবং সিনেমা, না দেখলেই হবে চরম লস
দেব, জিৎ, প্রসেনজিৎ, টলিউডের এই দুর্দিনে আরও একবার লড়াইয়ের ময়দানে লম্বা রেসের ঘোড়া হয়ে দাঁড়াতে পারেন। রঘু ডাকাত, ধুমকেতু, এবং আরও বেশ কিছু সিনেমা নিয়ে আসছেন দেব। অন্যদিকে জিৎ, প্রসেনজিৎ, আবীররাও তাদের পুরনো ফর্মে ফিরবেন। অতএব টলিউডের এর জন্য ভালো কিছু আশা করাই যায়।