আলিয়া, দীপিকা সবাই ফেল! বলিউডের সেরা নায়িকা ১৭ বছরের এই অভিনেত্রী

মাত্র ১৭ বছর বয়সেই বলিউডের সেরা নায়িকার খেতাব পেলেন এই অভিনেত্রী। আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ থেকে করিনা কাপুর, সবাইকে পেছনে ফেলে দিলেন নিতাংশী গোয়েল। কে এই অভিনেত্রী? ইনি আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত জনপ্রিয় সিনেমা লাপতা লেডিসের অভিনেত্রী। যার অভিনয় গুনে দর্শকরা মুগ্ধ। মাত্র একটি সিনেমা করেই তিনি এখন বলিউডের সেরা নায়িকা। তার হাতেই উঠলো আইফার সেরা নায়িকার পুরস্কার।

কিরণ রাওয়ের এই সিনেমাটি এই বছরের আইফা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দশটি পুরস্কার পেয়েছে। তার মধ্যে সেরা মেইন লিড অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন নিতাংশী। জিগরা সিনেমার জন্য আলিয়া ভাট, স্ত্রী ২ এর জন্য শ্রদ্ধা কাপুর, মেরি ক্রিসমাস এর জন্য ক্যাটরিনা কাইফ, আর্টিকেল ৩৭০ এর জন্য ইয়ামি গৌতমদের মত বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীরা ছিলেন তার প্রতিপক্ষ। কিন্তু সবাইকে টেক্কা দিয়ে নিতাংশীই পেলেন সেরা অভিনেত্রীর পুরস্কার। মাত্র ১৭ বছর বয়সে তার এই প্রাপ্তি নিঃসন্দেহে অনেক বড় ব্যাপার।

 Nitanshi Goel

রবিবার জয়পুরে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের এই নবাগতা নায়িকা। তার কথায়, ‘‘আমার এতটা আশা করিনি। জানতাম, লাপাতা লেডিজ বাজিমাত করবে, পুরস্কার পাবে তবে আমিও যে পুরষ্কৃত হব, সেটা কল্পনাও করিনি। মনোনয়ন তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা প্রত্যেকেই অসাধারণ দক্ষ অভিনেত্রী। আমি নিজে তাঁদের অনুরাগী। এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুব খুশি।’’

আরও পড়ুন : এই উইকেন্ডে মুক্তি পাবে একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা! কোনটি কোথায় দেখবেন?

আরও পড়ুন : একাই ১০টি পুরস্কার পেল এই ছবি, শাহরুখ-সালমানকে টপকে ‘সেরা নায়ক’ এই অভিনেতা

মাত্র ৫ কোটি টাকা বাজেটে বানানো এই সিনেমার আয় ছিল ২৫ কোটি টাকা। সেই সঙ্গে দর্শকদের প্রচুর প্রশংসাও পেয়েছে লাপতা লেডিস। নিতাংশী এদিন আরও বলেছেন, ‘‘এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সত্যি বলতে, আমি কান্না আটকাতে পারি নি, আমার নাম ঘোষণা হতেই প্রথম যে কাজটি আমি করে বসি, সেটা হল কাঁদতে শুরু করি, ঠিক বুঝতে পারছিলাম নাম, আমার সঙ্গে কী ঘটছে! সবই ছিল শুধুই আনন্দের অশ্রু। উচ্ছ্বসিত হয়ে মা আর কিরণ ম্যামকে জড়িয়ে ধরেছিলাম। কারণ এই পুরস্কার জেতা প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর কাছেই স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়। আর আমার এই স্বপ্ন সত্যি হয়েছে। আমি খুবই কৃতজ্ঞ।”