এবছর আইফা অ্যাওয়ার্ড রজত জয়ন্তিতে কে অপেল সেরা অভিনেতার পুরস্কার? কোন ছবি হল সেরার সেরা? ১০ই মার্চ জয়পুরে আইফা অ্যাওয়ার্ডের রজত জয়ন্তী অনুষ্ঠিত হলো। শনিবার এই অনুষ্ঠানের ডিজিটাল পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল। রবিবার বিজেতাদের হাতে হাতে দেওয়া হল এই পুরস্কার। সেরা অভিনেতা থেকে সেরা অভিনেত্রী, সেরা সিনেমা, পরিচালক, গায়ক, গায়িকা বিভাগে কে কোন পুরস্কার পেলেন? দেখে নিন এক নজরে।
আইফা অ্যাওয়ার্ডসে লাপতা লেডিসের জয়জয়কার
আইফা অ্যাওয়ার্ড ২০২৫ এ একাই দশটা পুরস্কার জিতে নিল কিরণ রাওয়ের পরিচালিত সিনেমা লাপতা লেডিস। সেরা ছবি হিসেবে তো বটেই, সেই সঙ্গে সেরা অভিনেত্রী, পরিচালক, সেরা পার্শ্বর চরিত্র সেরা গল্প এবং আরো অন্যান্য বিভাগে পুরস্কার জিতেছে এই সিনেমা। সেরা পরিচালক হিসেবে পুরস্কার পেলেন কিরণ রাও। এই সিনেমাতে লিডিং রোলে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নীতাংশি গোয়েল। এছাড়াও পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রবি কিষাণ। সেরা মৌলিক গল্প বিভাগে পুরস্কার পেলেন বিপ্লব গোস্বামী।
এই সিনেমাতে সেরা ডেবিউ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন প্রতিভা রন্টা। সেরা সংগীত পরিচালক হিসেবে পুরস্কার পেলেন রাম সম্পত। লাপতা লেডিজের সজনী গানের লিরিক্স লিখে সেরা পুরস্কার পেলেন প্রশান্ত পান্ডে। এই সিনেমার চিত্রনাট্য লিখে সেরা পুরস্কার পেয়েছেন স্নেহা দেশাই। জাবিন মার্চেন্ট পেলেন সেরা এডিটিংয়ের পুরস্কার।
আরও পড়ুন : হোলির ছুটি জমজমাট! এই সপ্তাহেই ওটিটিতে মুক্তি পাবে ৬ টি নতুন সিনেমা
আরও পড়ুন : হটস্টারের সেরা ১০ টি ওয়েব সিরিজ এবং সিনেমা, না দেখলেই হবে চরম লস
কে পেলেন সেরা অভিনেতার পুরস্কার?
ভুলভুলাইয়া ৩ এর জন্য সেরা নায়কের পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান। কিল সিনেমার জন্য সেরা ভিলেন পুরস্কার পেলেন রাঘব জুয়াল। অভিনেতা হিসেবে লক্ষ্য লালওয়ানিও এই সিনেমার জন্যই পুরস্কার পেলেন। শয়তান সিনেমার জন্য সেরা পার্শ্ব চরিত্রের অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন জানকি বোদিওয়ালা। অন্যদিকে সেরা গায়ক জুবিন নটিয়াল, সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল পেলেন আইফা পুরস্কার। সেরা সংগীত সম্পত। ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্বের জন্য সেরা পুরস্কার পেলেন রাকেশ রোশন। ভুলভুলাইয়া ৩ এর জন্য সেরা স্পেশাল ইফেক্ট পুরস্কার পেল রেড চিলিস ভিএফএক্স।