আজ থেকে বদলে যাচ্ছে জি বাংলার একাধিক সিরিয়ালের টাইম স্লট। ১০ই মার্চ থেকে বিরাট বড় পরিবর্তন আসছে জি বাংলার টাইম টেবিলে। বন্ধের মুখে একাধিক সিরিয়াল। সেই জায়গাতে শুরু হবে নতুন নতুন সিরিয়াল। আবার একাধিক সিরিয়ালের স্লট বদলে যাবে, আজ থেকে সম্প্রচার হবে নতুন সময়ে। তাই পছন্দের সিরিয়াল মিস না করতে চাইলে এখনই জেনে নিন নতুন সময়সূচী।
আজ থেকে জি বাংলাতে শুরু হচ্ছে দুটি নতুন সিরিয়াল
১০ই মার্চ থেকে জি বাংলাতে দুটি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। সন্ধ্যা ছটার সময় নিম ফুলের মধুকে সরিয়ে সেই জায়গায় আসছে রুবেল দাস এবং মোহনা মাইতির সিরিয়াল তুই আমার হিরো। তারপর সাড়ে ছটার সময় আনন্দীকে সরিয়ে সেই জায়গা নিতে চলেছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের চিরদিনই তুমি যে আমার। এই দুটি সিরিয়ালকে জায়গা করে দিতেই জি বাংলাতে আসছে এক বিরাট পরিবর্তন।
কোন কোন সিরিয়ালের স্লট বদলালো?
অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখার্জীর আনন্দী এবার থেকে শুরু হবে বিকেল সাড়ে পাঁচটার সময়। স্টার জলসার দুই শালিককে সরাসরি টক্কর দেবে জি বাংলার আনন্দী। কিন্তু টিআরপিতে মাত দিতে পারবে কিনা সেটাই এখন দেখার। এতদিন জি বাংলাতে এই সময়ে অমর সঙ্গী সিরিয়ালের সম্প্রচার চলছিল। তবে আরও একবার বদলে গেল এই সিরিয়ালের টাইম স্লট।
আরও পড়ুন : ছেলে-বৌমার হানিমুনে সঙ্গী শাশুড়ি! ফের বিতর্কের মুখে ‘চিরসখা’
আরও পড়ুন : বহু বছর পর জি বাংলায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা! দিলেন বড় সুখবর
পরিণীতাকে কড়া টক্কর দেবে পরশুরাম
এরপরের স্লটগুলো অবশ্য আগের মতই থাকবে। সাতটা থেকে জগদ্ধাত্রী, সাড়ে সাতটা থেকে ফুলকি, আটটার সময় পরিণীতা, সাড়ে আটটার সময় কোন গোপনে মন ভেসেছে, নটার সময় মিত্তির বাড়ি আগের মতই চলবে। তবে আজ থেকে আটটার সময় পরিণীতার বিপরীতে স্টার জলসায় উড়ানের জায়গাতে শুরু হচ্ছে নতুন সিরিয়াল পরশুরাম আজকের নায়ক। অন্যদিকে মিঠিঝোরাকে সরিয়ে গত সপ্তাহেই রাত সাড়ে নটার জায়গা দখল করেছে নতুন সিরিয়াল দুগ্গামণি ও বাঘমামা। আর মিঠিঝোরার সম্প্রচার হচ্ছে রাত দশটা পনেরো থেকে।